শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগ নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাঁধা দেওয়ায় ইউপি চেয়ারম্যান আটক

এম এ হালিম,সাভার : সাভারের কাউন্দিয়া এলাকায় নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিচালিত বিআইডব্লিউটিএ ’এর অভিযানে বাঁধা প্রদান করায় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান শান্তকে আটক করে পুলিশ। বুধবার সকালে কাউন্দিয়া ইউনিয়নের তুরাগ নদীর তীরবর্তী বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় অভিযানের নেতৃত্বে থাকা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে তুরাগ নদীর উভয় পার্শ্বে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। অভিযানের এক পর্যায়ে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের তুরাগ তীরবর্তী কয়েকটি স্থাপনা উচ্ছেদের সময় সেখানে লোকজন নিয়ে উপস্থিত হয়ে অভিযানে বাঁধা দেয় স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান শান্ত।

এসময় অভিযানের নেতৃত্বে থাকা কর্মকর্তাদের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে সেখানে উপস্থিত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নির্দেশে পুলিশ চেয়ারম্যানকে আটক করে। প্রায় একঘন্টা আটক থাকার পর উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করার শর্তে মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) জামাল হোসেন পিপিএম জানান, উচ্ছেদ অভিযানে বাঁধা দেওয়ায় উপস্থিত ম্যাজিস্ট্রেটের নির্দেশে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান শান্তকে আটক করা হয়। পরবর্তীতে প্রায় এক ঘন্টা আটক থাকার পর উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতার শর্তে মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়