শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় ডাক্তারকে মারধরের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

নুরুল আমিন হাসান : ২) রাজধানীর উত্তরায় ডা. মাহী ও তার লোকজনকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর শরীফুর রহমান ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ডাক্তারের স্বজনরা। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

৩) এর আগে উত্তরা ১১ নম্বর সেক্টরের গরীবে নেওয়াজ এভিনিউর জাফরান রেস্তরাঁর সামনে সোমবার সন্ধ্যার পর কাউন্সিলর ও মাহীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে আহত অবস্থায় ডা. মাহীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

৪) এ বিষয়ে ওসি আলী হোসেন খান বলেন, 'উত্তরা ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর শরীফুর রহমান ও তার লোকজনের বিরুদ্ধে ডা. মাহী ও তার লোকজনকে মারধর করার অপরাধে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি আমরা যাচাই বাছাই করছি। যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

৫) লিখিত অভিযোগ সম্পর্কে ওসি বলেন, 'অভিযোগে বলা হয়- কাউন্সিলর তার লোকজন নিয়ে ডা. মাহী ও মাহীর লোকজনের উপর হামলা করে রক্তাক্ত করেছে। এ ঘটনায় আহত অবস্থায় ওই ডাক্তার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন।'

৬)দুই গ্রুপের মারামারি করার কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 'জুয়েলের সাপোর্টার মাহী। জুয়েলের একটা গ্রুপ নির্বাচনের দিন কাউন্সিলরের গ্রুপের সাথে একটা গেঞ্জাম করার চেষ্টা করছিল। সেখানে মাহীও ছিল। ধারণা করা হচ্ছে ওই ঘটনার রেশ ধরেই জাফরান হোটেলের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের লোকজনই আহত হয়েছে বলেও তিনি জানান।'

৭) তিনি বলেন, 'এ ঘটনা প্রসঙ্গে আমি কাউন্সিলরের সাথে কথা বলেছি। তিনি জানান, আমি মারামারির ঘটনার সময় সেখানে ছিলাম না। আমি হোটেলের ভেতরে ছিলাম। খাওয়া দাওয়া করতেছিলাম। পরে হোটেলের বাইরে ঘটনাটি ঘটে গেছে। পরে সে আসছিল এ ঘটনাটি সমাধান করতে। এরই মধ্যে মারামারি হয়েই গেছে।'

৮) ওসি আলী হোসেন আরো বলেন, 'মারামারির ঘটনায় দুই গ্রুপের কজনই আহত হয়েছেন। আহতদের মধ্যে কাউন্সিলরের ভাইও রয়েছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়