শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ০৪:১৪ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলাল বললেন, যে নেতাদের সহ্য এবং ধৈর্য ক্ষমতা কম, তারাই অসময়ে দল থেকে পদত্যাগ করছেন

লিয়ন মীর : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপির এখন দুঃসময় যাচ্ছে। যেসব নেতাদের সহ্য এবং ধৈর্য ক্ষমতা কম তারাই দল থেকে পদত্যাগ করছেন।
তিনি আরও বলেন, যারা দল থেকে পদত্যাগ করছেন তারা আসলে প্রকৃত রাজনৈতিক নেতা নন, আপদমস্তক ব্যবসায়ী। এই ব্যবসায়ীরা সুসময়ে দলে থাকেন আর দুঃসময়ে দল ছেড়ে চলে যান। তারা রাজনীতিতে আসেন সুবিধা নিতে, অসুবিধা দেখলেই চলে যান। এটা রাজনীতির একটা চলমান খেলা। এই খেলা সব দলেই চলছে।
আলাল বলেন, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হচ্ছে মাল্টিক্লাস রাজনৈতিক দল। এই দলগুলোর দরজা সবার জন্যই খোলা। সব পেশা থেকেই এখানে অংশগ্রহণ করা যায়। তিনি বলেন, কিছু কিছু পাতা খসে পড়ে কিন্তু তাতে মূল গাছের কোনো ক্ষতি হয় না। যাদের ঝরে পড়ার তারা ঝরে পড়বেন, আবার নতুন পাতা গজাবে। সমুদ্র থেকে যদি কয়েক হাজার বালতি পানিও তুলে নেওয়া হয় তাতে সমুদ্র প্রবাহ বা সমুদ্র তরঙ্গের কোনো ক্ষতি হয় না। যারা দল থেকে চলে যাচ্ছেন তারা হচ্ছে ছালবাকল এতে কিছু যায় আসে না। জায়গা ফাকা হলে সেই জায়গা পুরণ হয়ে যাবে। এটা শুধু সময়ের ব্যপার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়