শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ০১:৫২ রাত
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উগ্র সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: জেনারেল বাকেরি

রাশিদ রিয়াজ : ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, উগ্র সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরান, ইরাক ও সিরিয়ার সেনাপ্রধানদের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেনারেল বাকেরি।

তিনি বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে হাতে হাত রেখে ইরান, সিরিয়া ও ইরাক এতদিন যে পথ অতিক্রম করে এসেছে সে পথচলা অব্যাহত থাকবে।

ইরানের সেনাপ্রধান বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির ক্রীড়নকরা আজ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিঘ্নিত করে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করতে একজোট হয়েছে।

ইরাক ও সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি সম্পর্কে জেনারেল বাকেরি বলেন, ওই দুই দেশে তৎপর সন্ত্রাসীরা ইরানের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে রয়েছে। এ কারণে দেশ দু’টির বৈধ সরকারের অনুরোধে সাড়া দিয়ে সেখানে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তেহরান।

ইরাক ও সিরিয়ায় অবৈধভাবে কোনো বিদেশি সেনা থাকতে পারবে না বলে আবারও উল্লেখ করেন ইরানের সেনাপ্রধান। তিনি বলেন, সিরিয়ার বৈধ সরকার যতদিন চাইবে ততদিনই কেবল তেহরান সেখানে সামরিক উপদেষ্টা মোতায়েন রাখবে।

সংবাদ সম্মেলনে ইরাকের সেনাপ্রধান লে. জেনারেল ওসমান আল-গানিমি এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলী আব্দুল্লাহ আইয়ুব উপস্থিত ছিলেন।

সন্ত্রাস বিরোধী যুদ্ধের ব্যাপারে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে রোববার দামেস্কে পৌঁছান জেনারেল বাকেরি। তিনি সিরিয়া সফরে গিয়ে বলেন, দেশটিতে অবৈধভাবে মোতায়েন বিদেশি সেনাদের সরিয়ে নিতে হবে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়