শিরোনাম
◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ০১:৩৬ রাত
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান বিষয়ে ট্রাম্পের পথ অনুসরণ করবেন না: ইউরোপের প্রতি অস্ট্রিয়া

রাশিদ রিয়াজ : ২০১৫ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার পাশাপাশি ইরানের সঙ্গে বাণিজ্যে লিপ্ত কোম্পানীর ওপর নিষেধাজ্ঞা যে হুমকি দিয়েছেন তার নিন্দা জানিয়েছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভান দার বেলেন। একইসঙ্গে তেহরানের বিষয়ে ট্রাম্পের পথ অনুসরণ না করতে তিনি ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার জার্মানির দৈনিক 'দাই ওয়েল্ট'কে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বেলেন ইরানসহ অন্যান্য ইস্যুতে স্বাধীন-নীতি গ্রহণ করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি অভিযোগ করেন যে ইরানের সঙ্গে ব্যবসা কমানোর ব্যাপারে ইউরোপীয় কোম্পানীগুলোর ওপর প্রেসিডেন্ট ট্রাম্প মাত্রাতিরিক্ত চাপ প্রয়োগ করছেন।

প্রেসিডেন্ট বেলেন বলেন, "যে সমঝোতা করার জন্য মার্কিন কর্মকর্তারা বছরের পর বছর আলোচনা ও সমন্বয় করেছেন সেখান থেকে কোনো কারন ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশকে বের করে নিয়েছেন। শুধু তাই নয় তিনি ইরানের সঙ্গে ব্যবসা করতে ইচ্ছুক ইউরোপের কোম্পানীগুলোকে বাধা দিচ্ছেন এবং না মানলে কঠোর নিষেধাজ্ঞা দেয়ারও হুমকি দিচ্ছেন। আমি মনে করি এটা সীমা ছাড়িয়ে যাচ্ছে। ট্রাম্প যখন বাশি বাজায় তখন ইউরোপীয়নাদের উচিত না এর সঙ্গে নাচানাচি করা।"

২০১৫ সালের জুলাই মাসে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। ২০১৬ সালের জানুয়ারি মাসে এ সমঝোতার বাস্তবায়ন শুরু হলেও চলতি ২০১৮ সালের মে মাসে ওই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন প্রেসিডেন্ট ট্রাম্প।এরপর তিনি ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। পারসটুডে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়