শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ১২:১৩ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসলিমদের প্রতি সহানুভূতিশীন হোন, তাদের ভালবাসুন, ট্রাম্পকে বললেন আর্ডেন

লিহান লিমা: ২) নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে হামলার পর সহানুভূতি জানাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করলে দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডেন এই মন্তব্য করেন। এক্সপ্রেস, এনডিটিভি

৩) বর্ণবাদী ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্ট শুক্রবার দুইটি মসজিদে হামলা চালালে ৪৯জন নিহন হন। আর্ডেন জানান, ট্রাম্প আমাকে বলেছিলেন, এই মুহুর্তে যুক্তরাষ্ট্র কিভাবে সাহায্য করতে পারে? আমার বার্তা হচ্ছে, মুসলিম সম্প্রদায়ের প্রতি ভালবাসা ও সহানুভূতি। সাংবাদিকরা প্রশ্ন করেন, ট্রাম্প এই বার্তা গ্রহণ করেছেন কি না। আর্ডেন বলেন, ‘তিনি বিষয়টি বুঝতে পেরেছেন এবং একমত হয়েছেন।’

৪) আর্ডেন আরো জানান, ‘তদন্ত কমিটিকে সব ধরনের কট্টরপন্থা সম্পর্কে নজরদারির নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে এই সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছেন তাদের স্ব-স্ব ধর্মীয় প্রক্রিয়া অনুযায়ী দেশে হস্তান্তরে পুলিশকে সহায়তার নির্দেশ দেয়া হয়েছে।’

৫) অতীতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব মুসলিম ও মসজিদে নজরদারি করা উচিত বলে মন্তব্য করে বলেন, যুক্তরাষ্ট্র থেকে মুসলিমদের নিষিদ্ধ করা উচিত, তারা আমাদের ঘৃণা করে। নিউজিল্যান্ড হামলার পর শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদকে হুমকি মনে করেন কি না এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি এটি মনে করি না। এই গোষ্ঠির সংখ্যা খুবই ছোট।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়