শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ১২:১০ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ দিনে গুরুত্বপূর্ণ সভায় অনুপস্থিত সৌদি যুবরাজ, ক্ষমতা খর্বের দাবি গার্ডিয়ানের

রাশিদ রিয়াজ : ২. সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান গত ১৫ দিনে মন্ত্রিসভার কয়েকটি ও কূটনীতিক দিক দিয়ে উঁচু পর্যায়ের বৈঠকে অনুপস্থিত ছিলেন এবং তার হাত থেকে বেশকিছু অর্থনৈতিক ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে। ব্রিটেনের ডেইলি গার্ডিয়ান এ খবর দিয়ে বলছে নতুন করে সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ ও যুবরাজ বিন সালমানের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে জল্পনা চলছে।

৩. গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহের গোড়ার দিকে কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় সৌদি বাদশাহ সালমান তার ছেলের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ আরোপ করেন। এছাড়া, বিন সালমান সর্বশেষ দুটি ক্যাবিনেট মিটিংয়ে অনুপস্থিত ছিলেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ সৌদি সফরে যাওয়া কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে বসেননি।

৪. ল্যাভরভের সঙ্গে যুবরাজের বৈঠক অনুষ্ঠিত না হওয়ার বিষয়টি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। এছাড়া, বিন সালমান কয়েকজন শীর্ষ পর্যায়ের অর্থ বিষয়ক কর্মকর্তার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন না, রাজা ও গ্রান্ড মুফতির মধ্যকার বৈঠকেও তিনি যোগ দেন নি। এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র প্রধান, লেবাননের প্রধানমন্ত্রী এবং চীন ও ভারতের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেন নি।

৫. গার্ডিয়ান আরো বলছে, জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে টেলিফোন আলাপে যোগ দেয়া ছাড়া গুরুত্বপূর্ণ কোনো সংবাদ সম্মেলন কিংবা ফটোসেশনে যুবরাজ মুহাম্মাদ বিন সালমান অংশ নেন নি। সৌদি রয়্যাল কোর্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখেন এমন এক কর্মকর্তা বলেছেন, যুবরাজকে কোথাও দেখতে না পাওয়া বিরাট আশ্চর্যের বিষয়। রাজা সালমান যুবরাজকে একটি বৈঠকে যোগ দেয়ার কথা বললেও তিনি তাতে যোগ দেন নি। যুবরাজের প্রতি রাজা সালমানের অসন্তুষ্টির কারণে এসব হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া, সৌদি আরবে যেসব বিনিয়োগ হবে তা দেখভাল করার জন্য রাজার উপদেষ্টা মুসায়েদ আল-আয়বানকে দায়িত্ব দেয়া হয়েছে। আগে যুবরাজ নিজেই বিষয়টি দেখতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়