শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ০৩:০৫ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় ভারত

বিডি-প্রতিদিন : বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ প্রত্যাশা করছে ভারত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্ধিরা গান্ধীর মাধ্যমে দুই দেশের (ভারত-বাংলাদেশ) যে সম্পর্কের সূচনা সেটাই এখন এগিয়ে নিচ্ছেন দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি বিশ্বাস করেন সবাইকে সঙ্গে নিয়ে সবার অগ্রযাত্রা, এই নীতিতে ভারত এগিয়ে যেতে চায়। গতকাল সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার এসব কথা বলেন। বাংলাদেশের সঙ্গে পূর্ব পরিচিত রিভা গাঙ্গুলি বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির প্রশংসা করে বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে মার্চের মতো গুরুত্বপূর্ণ সময়ে আমি সংবর্ধিত হচ্ছি। এই মার্চেই দুই দেশের সম্পর্কের সূচনা হয়েছিল। দুই দেশের মধ্যে অনেক মিল। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সম্পর্ক অন্য রকম। বাংলাদেশ এবং ভারতের মানুষের জীবনাচরণ এবং খাদ্যাভ্যাসও প্রায় অভিন্ন। এখন দুই দেশের সম্পর্ক যে উচ্চতায় আছে তা আরও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই হবে আমাদের লক্ষ্য। ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির এ আয়োজনে হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বিদায় সংবর্ধনা দেওয়া হয় ভারতের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোইয়াকাকে। বিদায়ী সংবর্ধনায় দেওয়া বক্তব্যে ভারতের ডেপুটি হাইকমিশনার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টাই আমি করে গেছি।

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার আমীর-উল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত ড. নিমচন্দ্র ভৌমিক, সাবেক রাষ্ট্রদূত শাহেদ রেজা, সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক সুধীর কুশারীসহ সমিতির সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়