শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করতে যাচ্ছেন পুতুল

আবু সুফিয়ান রতন : বিয়ে করতে যাচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল। বিয়ের খবর জানালেন পুতুল নিজেই। পুতুল জানান, ২০ মার্চ ঢাকার একটি কনভেনশন সেন্টারে পুতুলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়ের আগের দিন দুই পরিবারের আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি।

তিনি আরো জানান, তার বর ইসলাম নুরুল কানাডায় সরকারি চাকুরে। ওয়েডিং ফটোগ্রাফির একটি এজেন্সি আছে তার। কানাডাপ্রবাসী ইসলাম নুরুলের সঙ্গে কীভাবে পরিচয়? জবাবে পুতুল বলেন, ‘আট মাস আগে বিয়ের প্রস্তাব আসে। পুরো ব্যাপারটি পারিবারিকভাবে এগিয়েছে। তিন দিন আগে আমাদের দুজনের দেখা হলো। নতুন জীবন শুরু করতে যাচ্ছি, সবার কাছে দোয়া চাই।’

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে সেরা দশের অন্যতম প্রতিযোগী ছিলেন পুতুল। নিজেকে শুধু গান গাওয়ার মধ্যে নয়, একসময় লেখালেখিতে ব্যস্ত করে তোলেন। গান লেখা, সুর করা ও সংগীত পরিচালক হিসেবেও দেখা গেছে তাকে। গানের অনুষ্ঠানের উপস্থাপক হয়েও দর্শকের সামনে এসেছেন পুতুল।

গানের পাশাপাশি লেখালেখিও করেন পুতুল। এবার বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে নতুন প্রজন্মের এই গায়িকার উপন্যাস ‘জোসনা রাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে উঠে না’।

পুতুলের মতে, লেখালেখির কাজটা তার হঠাৎ করে হয়েছে, তা কিন্তু নয়। তবে গানে পরিচিতি পাওয়ার পর লেখালেখির ব্যাপারটি সবার সামনে এসেছে। বললেন, ‘গান ও সাহিত্যের বাইরে আমি কিছুই না। আমি যদি গান নাও গাইতাম, সাহিত্যচর্চায় আমাকে ঠিকই পেতেন। গান যতটা যত্ন নিয়ে করি, লেখালেখির কাজও ঠিক ততটা মন দিয়ে করি। আমার পরিবারেই সাহিত্যের চর্চা আছে। বাবা ভীষণ কবিতাপ্রেমী। ভাইও সাহিত্য চর্চা করেন। বাসায় সবার মধ্যে বই পড়ার প্রবণতা দেখেছি ছোটবেলা থেকেই। সেই পড়তে পড়তে একটা সময় মনে হলো, আমিও নিজের কথাগুলো লেখালেখির মাধ্যমে প্রকাশ করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়