শিরোনাম

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ০৪:১৮ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবি আদায়ে নুরুল হকের অবস্থান পরিষ্কার করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন যতীন সরকার

সৌরভ নূর : ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বেশকিছু ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক কিনা এবং পুনর্নির্বাচন আদৌ সম্ভব কিনা জানতে চাইলে শিক্ষাবিদ যতীন সরকার বলেন, নির্বাচনের আগে সাধারণ শিক্ষার্থীদের একটা ঐক্য তৈরি হয়েছিলো ঠিকই কিন্তু নির্বাচনের পর সেটা আর লক্ষ্য করা যাচ্ছে না। পুনর্নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনে এখন নুরুল হকের অবস্থান পরিষ্কার করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে।
আলাপকালে তিনি আরো বলেন, এখন রাজনীতি করা হচ্ছে ভিপি নুরুল হককে নিয়ে কেউ তার পক্ষে কথা বলছে আবার তার সংগঠনের অনেকেই তার বিপরীতে কথা বলছে। নরুল হক নিজেও কখনো পুনর্নির্বাচনের দাবি করছেন আবার কখনো ফলাফল মেনে নিয়ে এগিয়ে যাবার কথা বলছেন। এরকম পরিস্থিতিতে আবার পুননির্বাচন সম্ভব হবে বলে আমার মনে হয় না। কেননা সাধারণ শিক্ষার্থীদের খুব একটা স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে না। যদিও কিছু ছাত্র সংগঠন এখনো দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু আন্দোলনে ভাটা পড়ে এসেছে প্রায়। ফলে নুরুল হককে এখন তার অবস্থানের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত জানাতে হবে। ছাত্রদের এখন রাজনীতিতে অনীহা এসে গেছে বিভিন্ন কারণে, এখন আর রাজনৈতিক বক্তব্য দিয়ে তাদের দলে ভেড়ানো যাবে না বলে মনে করছেন এই শিক্ষাবিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়