শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ০৪:১৭ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণকে যে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে, সেই খবর কে রাখছেন?

আলী রীয়াজ : বাংলাদেশের নারী ফুটবল দল সাফ ফুটবলের সেমিফাইনালে খেলার প্রস্তুতি নিচ্ছেন, তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভারত। আশা করি তারা ফাইনালে পৌঁছুতে পারবেন, ফাইনালে জিতে দেশে ফিরবেন। নেপালের সঙ্গে বাংলাদেশ দলের খেলার আগের দিনে লা-লীগা এই দলকে শুভেচ্ছা জানিয়েছে; নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে চায়নিজ তাইপের প্রিমিয়ার লিগের হ্যাং ইউয়ান ফুটবল ক্লাব আমন্ত্রণ জানিয়েছে। বয়স-ভিত্তিক নারী ফুটবলের আঞ্চলিক প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য সুবিদিত। এইসব সুসংবাদ কে না শুনতে চায়, বলুন? কিন্তু নারী বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণকে যে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে সেই খবর কে রাখছেন? মাহফুজা কিরণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী ফুটবল কমিটির চেয়ারম্যান, আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার রুলিং কাউন্সিলে এশিয়া অঞ্চলের নারী প্রতিনিধি। তার বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য দেওয়া। মানহানির মামলা হয়েছে, ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে, মামলা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স। বাংলাদেশের ক্রীড়া জগতে, বিশেষত ফুটবলের জগতে, মাহফুজা আক্তার কিরণ সম্ভবত শীর্ষস্থানীয় নারী কর্মকর্তা এবং আন্তর্জাতিভাবে পরিচিত। তার যে বক্তব্যের কারণে মামলা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে তাতে তিনি নারী ফুটবলারদের স্বার্থসংরক্ষণের কথাই বলেছিলেন। নারীদের অধিকার রক্ষায় যারা কথা বলে থাকেন এই আটকের প্রতিবাদে তাদের বক্তব্য কি সেটা অনেক খুঁজেও পেলাম না। ধরে নিয়েছিলাম তারা অন্তত একটি বিবৃতি দিয়েছেন। আর দেশে কথা বলা না বলার অধিকারের প্রশ্ন আর না হয় নাই তুললাম। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়