শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ০৩:৪২ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের দণ্ডাদেশের রায় ঘোষণা করা হয়।

সোমবার শেষ কার্যদিবসে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ।

দণ্ডিত ধর্ষক মনির মোল্লা (৩৮) উজিরপুর উপজেলার গাজীরপাড় গ্রামের নুর ইসলাম মোল্লার পুত্র। মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম প্রতিবন্ধী শিশু ও আসামি উভয়ে একই গ্রামের বাসিন্দা। ২০১১ সালের ২ অক্টোবর ভোর ছয়টার দিকে টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী বাগানে নিয়ে ভিকটিমকে ধর্ষণ করে দণ্ডপাপ্ত মনির। এসময় ওই শিশুর চিৎকারে তার মা ঘটনাস্থলে এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় একইদিন শিশুর মা বাদি হয়ে উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।

একই বছরের ২১ নভেম্বর দণ্ডপ্রাপ্ত মনির মোল্লাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর থানার এসআই আলমগীর হোসেন। মামলায় ১৩ জনের মধ্যে ১২ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ দণ্ডাদেশের রায় ঘোষণা করেছেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়