শিরোনাম
◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ০৩:২৫ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর সহায়তায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করা হয়েছে, বললেন নির্বাচন কমিশন সচিব

স্বপ্না চক্রবর্তী : ২. পাবর্ত্য অঞ্চল রাঙ্গামাটির সীমান্তবর্তী এলাকা সাজেকের কংলাক থেকে নির্বাচনি সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে ৭ জনের মৃত্যুসহ আহতদের ব্যাপারে এখনো বিস্তারিত খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইলেকশন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ।

৩. এই প্রতিবেদন লেখার সময় তিনি বলেছেন, এখনো আমাদের কাছে বিস্তারিত খবর আসে নি। তবে আহত ১১ জনকে সেনাবাহিনীর সহায়তায় জরুরি ভিত্তিতে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হচ্ছে।

৪. তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য নেওয়ার আহ্বান জানান।

৫. নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নিহত ৭ জনের মধ্যে রয়েছেন প্রিজাইডিং অফিসার শিজক কলেজের শিক্ষক আব্দুল হান্নান, ভিডিপি সদস্য মো. আল আমি, বিলকিস, মিহির কান্তি দত্ত ও কিশালয় প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন।

৬. বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনজুর মোবাইলে জানান, উপজেলার নয় কিলো এলাকায় নির্বাচন কর্মকর্তারা ভোট গ্রহণ শেষে উপজেলা সদলে ফিরছিলেন। পথে তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে মারা যান অন্তত ৭ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়