শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ১০:০২ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিশ্রমের কথা বিশ্বের কাছে তুলে ধরবে ‘কিডস মিডিয়া’

নিজস্ব প্রতিবেদক : ২) রোববার জাতীয় শিশু দিবসে দক্ষিণ এশীয় অঞ্চলের প্রথম ও জনপ্রিয় শিশু গণমাধ্যম প্রতিষ্ঠান ‌‌‘কিডস মিডিয়া’ তার নতুন লোগো উন্মোচন আয়োজন করে রাজধানীর কাওরানবাজারের একটি রেস্টুরেন্টে। এই সময় বক্তারা দেশের শিশুদের এগিয়ে নিতে শিশু গনমাধ্যম কিডস মিডিয়ার বিভিন্ন সফলতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ রহমান শিবলী মঞ্চে উঠে-ই বিশেষ দিনে স্বরণ করেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা। তিনি এই সময়ে তার বক্তব্য দিতে গিয়ে বলেন, নতুনভাবে শুরু হতে যাওয়া কিডস মিডিয়া দক্ষিণ এশীয় অঞ্চলের শিশুদের একই প্লাটফর্ম আনতে কাজ করে যাবে। শিশুদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমের কথা বিশ্বের কাছে তুলে ধরার প্রয়াস চালিয়ে যাবে।

৩) আরিফ বলেন, আগে শুধু বাংলাদেশে মহানগরীগুলোতে কাজ চালালেও কিডস মিডিয়া এইবার সকল জেলার শিশু কিশোরের জন্য কাজ করতে তার এক্সপার্ট টিম নিয়ে ছুটে যাবে, শিশু গণমাধ্যমকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে। তবে! বাংলাদেশের উপজেলাগুলোতে কিডস মিডিয়ার ব্রাঞ্চ করার ইচ্ছা নেই বলে জানান দক্ষিণ এশীয় অঞ্চলের জনপ্রিয় এই ক্ষুদে গণমাধ্যম এক্সপার্ট।

৪) আরিফ বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, দক্ষিণ এশীয় অঞ্চলের আমার দেখা সেরা শিশু বান্ধব সরকার হিসেবে অনেক কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব শিশুকিশোরদের এমন প্রধানমন্ত্রী পাওয়ার সৌভাগ্য হয়না বলেও কিডস মিডিয়ার প্রধান তার বক্তব্যতে তুলে ধরেন। সরকার শিশুদের জন্য অনেক কাজ করছে যেটা শিশু কিশোর’রা জানছে না। কিডস মিডিয়া তার নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে টিভি অনুষ্ঠান, অনলাইন পত্রিকা ,দৈনিক পত্রিকা চালু করবে যেখানে সব দায়িত্ব পালন করবে প্রশিক্ষিত শিশু কিশোর’রা।পাশাপাশি শিশুদের কন্ঠ সরকারের কাছে পৌছে দিতে আগের চেয়েও জোরালো ভূমিকা পালন করবে তার প্রতিষ্ঠান। কিডস মিডিয়া শিশু গণমাধ্যমের ভূমিকার পাশাপাশি খেলাধুলাতেও শিশু কিশোরদের জন্য আয়োজন করবে বেশকিছু ইভেন্ট।

৫) বক্তব্য শেষ দিকে আরিফ রহমান বলেন, সব কাজ সরকারের একার নয়।নিজ নিজ দায়িত্ব সবাই পালন করলে অবশ্যই ভয়ভীতি মুক্ত দেশ শিশু কিশোরদের দেওয়া সম্ভব। শিশু গণমাধ্যমকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দক্ষিণ এশীয় অঞ্চলের সরকার প্রধানদের প্রতি আহবান জানিয়ে আরিফ তার দীর্ঘ বক্তব্য শেষ করেন। আয়োজনের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সরকারি একটি অনুষ্ঠান থেকে ফিরতে দেরি হওয়ায়, এটিএন নিউজের হেড অব প্রোডাকশন কাজী নাজমুল তাপস কিডস মিডিয়ার লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন এটিএন বাংলা’র জনপ্রিয় ইংরেজি সংবাদ পাঠিকা শায়লা হক ও আনন্দ টিভি’র সংবাদ পাঠক সফি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়