শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ০১:৫৩ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় সরকারী পুনর্গঠনের ঘোষণা মাদুরো সরকারের, মঙ্গলবার ইতালিতে বৈঠক যুক্তরাষ্ট্র ও রাশিয়ার

লিহান লিমা: ২) সোমবার দেশটির ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, ‘শ্যামন বলিভার ও হুগো শ্যাভেজের এই ভূমিকে সুরক্ষায় বলিভারিয়ান সরকারের পদ্ধতিগত পরিবর্তনে সব নির্বাহী কর্মকর্তাদের ভূমিকা রাখতে বলেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।’ চ্যানেল নিউজ এশিয়া, রয়টার্স

৩) এর আগে মুদ্রাস্ফীতি, খাদ্য ও ঔষধ সংকটে পর্যদুস্ত হওয়া ভেনেজুয়েলার প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুত সংকটের কবলে পড়ে। এতে প্রায় অচল হয়ে পড়ে ওপেকভুক্ত এই দেশটি।

৪) মাদুরো দাবি করেন, সরকার পরিবর্তনের আঁতাত হিসেবে যুক্তরাষ্ট্র সাইবার হামলা চালিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এদিকে স্থানীয় ইলেক্টিক ইঞ্জিনিয়ারদের সূত্র দিয়ে রয়টার্স জানিয়েছে, পাওয়ার প্ল্যান্ট ও বৈদ্যুতিক গ্রিডগুলোতে অব্যবস্থাপনাই ব্ল্যাকআউটের কারণ।

৫) এদিকে ইতালির রোমে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক নিয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, সংলাপের মাধ্যমেই ভেনেজুয়েলা সংকট উত্তরণে আগ্রহী রাশিয়া। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরাতে সব বিকল্প নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র।

৬) ২৩ জানুয়ারি দেশটির বিরোধী দলিয় নেতা হুয়ান গুয়াইদো নিজকে ‘অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট’ ঘোষণা করলে সংকট শুরু হয়। যুক্তরাষ্ট্রসহ দেশটির আঞ্চলিক ও ইউরোপিয় মিত্রদের সমর্থন পান গুয়াইদো। অন্যদিকে মাদুরোর ওপর ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশসহ চীন ও রাশিয়ার সমর্থন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়