শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ছুটির পর প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে

স্বপ্না চক্রবর্তী : ২. সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে ৫ হাজার ৬০৪ পয়েন্টে অবস্থান করে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ দশমিক ৮১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৮৩ ও ২০১৭ পয়েন্ট হয়।

৩. ডিএসইতে টাকার পরিমাণে এদিন লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ৬৭ লাখ টাকার। যা আগের দিন থেকে ১০৯ কোটি টাকা কম। আগের দিন বৃহস্পতিবার (১৪ মার্চ) ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৮৫ কোটি ৯৯ লাখ টাকার।

৪. এদিন ডিএসইতে ৩৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২ টির, কমেছে ২৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

৫. অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০৫ পয়েন্ট কমে ১৭ হাজার ১৪৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩১ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬ টির, কমেছে ১৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দর। সিএসইতে এদিন ১৭ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়