শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় চাঁদা না দেয়ায় পরিবহন চালকদের পিটিয়ে হত্যার চেষ্টা

এম এ হালিম, সাভার : ২) আশুলিয়ায় দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ছয় লেগুনা চালকদের পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এসময় তারা গাড়িগুলোতে ভাংচুর চালিয়ে চালকদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে গেছে। সোমবার সকালে আশুলিয়ার চারাবাগ এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

৩) আহত লেগুনা চালকরা হলেন- আহত চালকরা হলেন, মো. রবিউল ইসলাম (১৮), রানা হোসেন (১৯), মো. নয়ন (৩৫), ফরিদ উদ্দিন (৩৫) ও মো. বাবুলসহ আরো একজন।প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার পরিবহন চালকেরা জানান, প্রতিদিন সাভারের উলাইল বাস্ট্যান্ড থেকে আশুলিয়া বাজার পর্যন্ত চল্লিশটি লেগুনা চলাচল করে।প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রশাসনকে ম্যানেজ করে এরা সাভার বাসষ্ট্যান্ড, সিএন্ডবি, চারাবাগ ও আশুলিয়ার বাজারে প্রতিদিন যে গাড়ি চালিয়ে থাকে। হঠাৎ কিছুদিন ধরে আশুলিয়ার চারাবাগ এলাকার সন্ত্রাসী শফিক মৃধা এসব গাড়ি প্রতি পঞ্চাশ টাকা করে চাঁদা করে আসছিলো।

৪) তবে লেগুনা চালকরা দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকারকরায় সোমবার সকাল ১১ টার দিকে শফিক মৃধার নেতৃত্বে একদল দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী লেগুনা চালকদেরকে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় সন্ত্রাসীরা লেগুনা চালকদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে পরিবহন চালক এবং স্থানীয়রা একজোট হয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত পরিবহন চালকদেরকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

৫) নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, সন্ত্রাসী শফিক মৃধার অত্যাচারে স্থানীয় গার্মেন্টস শ্রমিকসহ স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়েছে। তার আপন বড় ভাই আতাউর রহমান মৃধাও বন্ধুকে হত্যার দায়ে বর্তমানে জেল হাজতে রয়েছে। তাই অবিলম্বে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগীএলাকাবাসীরা। এ বিষয়ে জানতে অভিযুক্ত শফিক মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

৬) এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হকদিপু বলেন, হামলার ঘটনায় আমার কাছে কোন অভিযোগ না আসায় বিষয়টি আমার জানা নাই। তবে এমন ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। অন্যদিকে চাঁদার দাবিতে পরিবহন চালকদেরকে মারধর, নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়ার ঘটনায় অন্যান্য চালকের মাঝেও আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়