শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ১০:১১ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নতুন ইউনিটের নির্মান কাজ শুরু

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ২) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস ভিত্তিক ৪০০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল (র্পূব) বিদ্যুৎ ইউনিটের নির্মান কাজ শুরু হয়েছে। সোমাবার বেলা ১১টায় বিদ্যুৎ কেন্দ্রটির অভ্যন্তরে পাইলিং কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস। এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের বানিজ্যিক ব্যবস্থাপক জিয়াং লি, সাব ঠিকারদারী প্রতিষ্ঠান ঐশি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আলতাব হোসেনসহ বিদ্যুৎ কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩) চুক্তি অনুযায়ী উক্ত ইউনিট থেকে কাজ শেষে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে ২০২১ সালের জুলাই মাসে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগীতায় ১ হাজার ৪৭৩.৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মান কাজ করছে চায়না কোম্পানি ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট ও এক্সপোর্ট কর্পোরেশন (সিএনটিআইসি) ও চায়না ন্যাশনাল করর্পোরেশন ফর ওভারসিস কোঅপারেশন কনসোরটিয়াম (সিসিওইসি)। র্দীঘ ৬ মাস মাটির কাজ শেষ হওয়ার পর সোমবার থেকে শুরু হয়েছে পাইলিং কাজ। নির্ধারিত সময়ের মধ্যেই এটি উৎপাদনে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

৪) উল্লেখ্য, বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৮টি ইউনিট থেকে ১৫৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। নির্মানধীন প্রকল্পটি বাস্তবায়ন হলে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হবে ২০০০ মেগাওয়াটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়