শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৯:৩৭ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসগর আফগান বললেন, আফগানিস্তানের জন্য এটা ঐতিহাসিক দিন

আক্তারুজ্জামান : ২. নিজেদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ার পর কথাটি বলেন তিনি। আইসিসি অনুমতি দেওয়ার আট মাসের মাথায় ঘরের মাঠ ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডকে চারদিনের মাথায় ৭ উইকেটে হারিয়েছে আফগানরা। নিজেদের ইতিহাসে এ অর্জনটা স্মরণীয় বললেন মো. নবীদের অধিনায়ক আসগর আফগান।

৩. আইসিসির টেস্ট ইতিহাসে তৃতীয় দল হিসেবে দ্বিতীয় টেস্টেই জয়ের কৃতিত্ব গড়েছে। অস্ট্রেলিয়া নিজেদের ইতিহাসে অভিষেক টেস্টে জয় পেয়েছিল। ইংল্যান্ড ও পাকিস্তান জয় পেয়েছিল নিজেদের দ্বিতীয় ম্যাচে। সেই তালিকা নাম উঠিয়েছে আফগানিস্তানও।

৪. নিজেদের প্রথম ইনিংসে সফরকারী আয়ারল্যান্ড ১৭২ এবং দ্বিতীয় ইনিংসে ২৮৮ রান করেছিল। জবাবে স্বাগতিকরা প্রথম ইনিংসে ৩১৪ রান তোলায় লক্ষ্য দাঁড়িয়েছিল ১৪৭ রানের। ৩ উইকেট হাতে রেখে ইহসানুল্লাহ ও রহমত শাহ’র অর্ধশতকে ভর করে জয় তুলে নেয় স্বাগতিকরা।

৫. এর আগে গত বছরের জুনে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিল আফগানিস্তান। ওই ম্যাচে ইনিংস ও ২৬৪ রানের ব্যবধানে হেরেছিল যুদ্ধবিধ্বস্ত দেশটি। আফগানিস্তান ও আয়ারল্যান্ড একইসঙ্গে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে আয়ারল্যান্ড প্রথম ম্যাচ হারার পর আফগানিস্তানের বিরুদ্ধেও হারলো। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়