শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৮:৪৬ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ষার আগে বাঁধ সংস্কার না হলে দুর্ভোগে পড়ার আশংকা কুষ্টিয়াবাসীর

নুর নাহার : ২) রক্ষা বাঁধের কাজ শেষ হতে না হতেই ধসে যায় কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়ি ও গড়াই নদীর তীর। এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে কালোয়া অংশের প্রায় ২০০ মিটার অংশ। বর্ষার আগে বাঁধ সংস্কার করা না হলে দুর্ভোগে পড়ার আশংকা এলাকাবাসীর। চ্যানেল ২৪

৩) গত বর্ষায় আড়াইশ কোটি টাকা ব্যয়ে শেষ হয় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি রক্ষা বাঁধের নির্মাণ কাজ। তবে একই অবস্থা হরিপুর অঞ্চলের প্রায় ৭০০ মিটারের। বর্ষা মৌসুমের আগে সংস্কার করা না হলে বিলীন হতে পারে হরিপুরের বেশ কয়েকটি গ্রাম।

৪) স্থানীরা বলেন, ৪/৫ মাস আগে একবার ভেঙ্গে যায়। এখন পর্যন্ত কোনো লোক আসে নাই। এভাবে ভাঙ্গতে থাকলে আমাদের এখান থেকে চলে যেতে হবে। সরকারের কাছে আমাদের আবেদন যেনো এই কাজটিতে নজর দেয়া হয়। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু বলেন, বাঁধ দুটি সংস্কারে দ্রুতই উদ্যোগ নেয়া হবে। আমরা আগামী বর্ষার আগে এই বাঁধের মেরামত করে ফেলবো।

৫)কুষ্টিয়ার সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম বলেন, আসন্ন বর্ষায় কর্তৃপক্ষদের সচেতন হওয়া উচিত। আমি অনুরোধ করবো যেনো এ বিষয় নজর দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়