শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৮:৪০ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেখাপড়ার পাশাপাশি খন্ডকালীন পেশায় কর্মমুখী হয়ে উঠছেন মাদারীপুরের নারীরা

জাবের হোসেন : ২) মাদারীপুরের বিভিন্ন শপিং সেন্টার ও রেস্টুরেন্টে কর্মমুখী হয়ে উঠছেন নারীরা। পুরুষদের পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করতে লেখাপড়ার পাশাপাশি তারা বেছে নিচ্ছেন খন্ডকালীন কর্মসংস্থান। শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে শতাধিক নারী কাজ করছেন। রেস্টুরেন্টে অর্ডার নেয়া, পরিবেশন, বিলকরাসহ অধিকাংশ কাজ করে থাকেন তারা। কেবল দিনে নয় পাশাপাশি রাতেও কাজ করছেন নারীরা। তাদের অধিকাংশই কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এতে তাদের পরিবারেও আসছে স্বচ্ছলতা। সময় টিভি

৩) শামছুন্নাহার শান্তা পড়ালেখার পাশাপাশি কাজ করছেন শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে। শান্তা বলেন, আমরা যে বেতন পাই সেটা আমাদের পরিবারের অনেক উপকার হয়। আমি চাই না যে নারীরা ঘরে বসে থাকুক। তাদের পরিবারের জন্যও তারা কিছু করুক।

৪) নারীদের এ ধরণের কর্মক্ষেত্রে এগিয়ে আসায় ইতিবাচক হিসেবে দেখছেন ক্রেতারাও। নারী ক্রেতারা বলছেন, অনেক সময় ছেলেরা থাকলে আমাদের সংকোচবোধ হয়। এখানে মেয়ে থাকায় কেনা কাটায় আমাদের সুবিধা হচ্ছে। মাদারীপুরে এমন সার্ভিস হচ্ছে এটা ভালো লাগছে।

৫) মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, এসএমই ফাউন্ডেশন, কর্মসংস্থান ব্যাংক, যুবউন্নয়ন অধিদপ্তর সমাজসেবাসহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি আকৃতির ঋণের ব্যবস্থা করা হচ্ছে। আমরা সবসময়ই ছেলেদের পাশাপাশি মেয়েদের এগিয়ে আসতে উৎসাহী করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়