শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৮:৪১ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রফিকের নামের পাশে নিজের নামটি বসিয়ে নিলেন নবী

স্পোর্টস ডেস্ক: ২. বিশ্বে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ রফিকের নামের পাশে নিজের নামটি বসিয়ে নিলেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তিন ফরম্যাট ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচে প্রথম জয় পাওয়ার সময় একাদশে অন্তর্ভূক্ত ছিলেন বাঁহাতি স্পিনার রফিক। এতদিন ধরে এই কীর্তিতে বিশ্বের একমাত্র খেলোয়াড়ই ছিলেন সাবেক এ স্পিনার। আজ প্রায় ১৩ বছর পর রফিকের সঙ্গী হলেন আফগানিস্তানের নবী।

৩. ১৯৯৭ সালে বাংলাদেশ দল কেনিয়াকে ৬ উইকেটে হারিয়ে পায় নিজেদের ইতিহাসের প্রথম ওয়ানডে জয়। ৮ বছর পরে ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে প্রথম জয় পেয়েছিল টাইগাররা। পরের বছরই জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়ে নিজেদের প্রথম টি-টোয়েন্টি জয় পায় বাংলাদেশ। তিন ফরম্যাটেই জয়ের সাক্ষী ছিলেন রফিক।

৪. বাংলাদেশি এ স্পিনার খেলা ছেড়ে দেয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব আফগানিস্তানের। ২০০৯ সালে নিজেদের প্রথম ওয়ানডেতেই স্কটল্যান্ডকে ৮৯ রানে হারায় তারা। পরের বছর নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তারা প্রথম জয় পায় কানাডাকে ৫ উইকেটে হারিয়ে। আর সোমবার টেস্ট মর্যাদা পাওয়ার অভিষেক টেস্টের আট মাসে পরেই নিজেদের দ্বিতীয় টেস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে প্রথম জয়ের দেখা পেল আফগানিস্তান।

৫. তিন ফরম্যাটেই দেশের প্রথম জয়ের প্রত্যক্ষ সাক্ষী হওয়ার সৌভাগ্য হয়েছে মোহাম্মদ নবীর। যা এতদিন ধরে ছিলো শুধুমাত্র বাংলাদেশ দলের কিংবদন্তিসম স্পিনার মোহাম্মদ রফিকের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়