শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৮:৩৮ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোলট্রি শিল্প খাতে রূপান্তরিত হয়েছে, বললেন এ বি এম খালেদুজ্জামান

মোহাম্মদ মাসুদ : ২) প্রাণিসম্পদ অধিদপ্তর সহকারী পরিচালক ড. এ বি এম খালেদুজ্জামান বলেন, বর্তমানে আমাদের পোলট্রি শিল্প খাতে রূপান্তরিত হয়েছে। এ শিল্পটি কৃষিতে সীমাবদ্ধ নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে পোলট্রি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকুরীর সুযোগ, পুষ্টির যোগান, বেকারত্ব দূরীকরণ এ খাতের দ্বারা সম্ভব।

৩) রোববার আরটিভির বিজনেস টক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় পোলট্রি উন্নয়ন নীতি মালা ২০০৭ কে বর্তমান চাহিদা অনুযায়ী আরো যুগোপযুগী করতে কাজ শুরু করছি এবং মন্ত্রণালয়ে এ ব্যাপারে প্রস্তাবনা দেয়া আছে। দেশে যেসকল ক্ষুদ্র খামারি আছে তাদের কাছে আর্থিক সহয়তা, প্রোণদনা, ঋৃণ সহায়তা এবং আধুনিক প্রযুক্তি পৌঁছে দেয়াসহ সমস্ত বিষয় এ নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। পোলট্রি খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণা, সম্প্রসারণ, পলিসিসহ সর্বক্ষেত্রে সমন্বয় প্রয়োজন।

৪) তিনি বলেন, আমাদের ১৬টি নিবন্ধিত গ্রান্ট পেরেন্ট স্টক ফার্ম এবং ২০৫টি পেরেন্ট স্টক ফার্ম রয়েছে এবং এ নিবন্ধন প্রক্রিয়া উত্তরোত্তর বৃদ্ধি করেছি। তাছাড়া ডিএলেসের নিবন্ধিত খামার সংখ্যা ৮৮ হাজার এবং এর বাইরেও কিছু খামার রয়েছে যেখানে ড্রপাউট হচ্ছে।

৫) তিনি আরো বলেন, আধুনিক বড় খামারগুলোতে প্রযুক্তির সন্নিবেশ ঘটছে। শিল্প খামারে পোলট্রি মাংস এবং ডিমের উৎপাদন বাড়ছে। গত ২ বছরে পশুখাদ্য প্রস্তুতকারী খাদ্য উপাদানের উপর ব্যাপক কাজ করেছি। আমাদের প্রধান খাদ্য উপাদান ভুট্টার ক্ষেত্রে কোন প্রকার কর নেই এবং সয়াবিন মিলের উপর শুল্ক কমিয়ে এনেছি। তবে ফিড এডিটিভস কিছু রয়েছে যাদের উপরে সেক্ষেত্রে শুল্ক হার ১%।

৬) আমাদের দপ্তরে জনবল সংকট রয়েছে এবং সেটার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবনা আছে। প্রয়োজনীয় লোকবল নিয়োগ হলে প্রান্তিক পর্যায়ে জনগন বৃদ্ধি পাবে এবং কাঙ্খিত সেবা পৌঁছাতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়