শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে মির্জাগঞ্জ

সোহাগ হোসেন, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: ২) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মির্জাগঞ্জে চলছে বিরামহীন প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে মির্জাগঞ্জের উপজেলা সহ ইউনিয়নের হাট বাজার ও ওলি গলিতে গণসংযোগ, প্রচারণা, উঠান বৈঠকে ব্যস্ত সময় কাটাচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা। মাইকিং ও লিফলেট বিতরন চলছে সমান তালে। মাহফিল, বিয়ে, জলাসা সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আদি সহ নজরবিহীন উপস্থিত লক্ষ করা যাচ্ছে প্রার্থীদের।

৩) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী আতহার উদ্দিন আহাম্মেদ নৌকা, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খান মো. আবু বকর সিদ্দিকী কাপ-পিরিচ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (পদত্যাগ) মো. মোবারক আলী মুন্সি আনারস ও পিপলস পার্টি থেকে আবদুল রাজ্জাক আম প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যবস্থা সময় কাটাচ্ছেন।

৩) ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম সোহাগ মৃধা উড়োজাহাজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম জুয়েল মাইক, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম টিয়া প্রতীক নিয়ে প্রচারণার ব্যস্ত সময় পার করছেন।

৪) মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মোর্শেদা খানম (রানু) প্রজাপতি, এ্যাডভোকেট আয়শা সিদ্দিকী কলস, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম হাঁস প্রতীক নিয়ে মুল আলোচনায় রয়েছে। তৃণমূল থেকে শুরু করে উপজেলার সর্বত্র নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগে ব্যস্ত রয়েছে প্রার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়