শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিষেকের আট মাস পরেই আফগানিস্তানের টেস্ট জয়

স্পোর্টস ডেস্ক: ২. মাত্র দু’টেস্ট খেলেছেন আইসিসির ১১তম দল হিসেবে টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তান। প্রথম টেস্ট গত জুন মাসে ভারতের বিপক্ষে শুরু করেছিলেন কিন্তু জয়ের খাতায় নাম উঠাতে পারেন নি আফগানরা। দ্বিতীয় ও একমাত্র টেস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ৭ উইকেটে হারিয়ে ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচ জেতার স্বাদ নিয়েছে দলটি।

৩. ভারতের দেহরাদুনে আগে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ১৭২ রান। নিজেদের প্রথম ইনিংসে আফগানরা করেছিল ৩১৪ রান। দ্বিতীয় ইনিংসে আইরিশরা অলআউট হওয়ার আগে করে ২৮৮ রান। অভিষেক জয়ের জন্য আফগানদের টার্গেট দাঁড়ায় ১৪৭ রান। ৩ উইকেট হারিয়ে ম্যাচের চতুর্থ দিন জয় তুলে নেয় স্বাগতিকরা।

৪. প্রথম ইনিংসে আইরিশদের সর্বোচ্চ রান করেন নামা টিম মুরতাগ। ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৯ রান করেন জর্জ ডকরেল।

৫. আফগান মোহাম্মদ নবী তিনটি, ইয়ামিন আহমাদজি তিনটি, রশিদ খান দুটি, ওয়াকার সালামখেলি দুটি করে উইকেট পান।

৬. নিজেদের প্রথম ইনিংসে আফগানদের রহমত শাহ ইনিংস সর্বোচ্চ ৯৮ রান করেন। হাশমতউল্লাহ শহীদি ৬১ আর দলপতি আসগর আফগান ৬৭ রান করেন। আইরিশদের হয়ে থম্পসন তিনটি, ডকরেল দুটি, ম্যাকব্রেইন দুটি, ক্যারেরুন দুটি আর মুরতাগ একটি করে উইকেট তুলে নেন।

৭. দ্বিতীয় ইনিংসে আইরিশদের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন বালবিরনি। কেভিন ওব্রাইন ৫৬, ম্যাককালাম ৩৯ রান।

৮. আফগান স্পিনার রশিদ খান ৫টি, ইয়ামিন আহমাদজি ৩টি, সালামখেলি ২টি করে উইকেট তুলে নেন।

৯. ১৪৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আফগান ৭ উইকেটে জয় তুলে নেয়। ইহসানউল্লাহ ৬৫ রানে অপরাজিত থাকেন। রহমত শাহ করেন সর্বোচ্চ ৭৬ রান।

১০. ম্যাচ সেরা নির্বাচিত হন দুই ইনিংসে দুর্দান্ত ব্যাট করা রহমত শাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়