শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৭:১০ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় আওয়ামী লীগের উদ্যেগে বঙ্গবন্ধুর জন্মদিনে দোয়া ও আলোচনা সভা

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি: ২) বঙ্গবন্ধু শেখ মুজিবুরর হমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক কমিটি। রবিবার স্থানীয় সময় রাত ৮টায় কুয়ালামাপুরের কোতারায়া একটি হোটেলে সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ওহিদুর রহমান ওহিদের সভাপতিত্বে, সঞ্চালনা করেন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শফিকুর রহমান।

৩) হামিদুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সাবেক যুবলীগের আহবায়ক এবং আওয়ামী লীগ নেতা এ কামাল হোসেন চৌধুরী। আরও বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ বাদল, আহ্বায়ক কমিটির সদস্য মো. হুমায়ুন কবির, নূর মোহাম্মদ ভূঁইয়া, মো. হুমায়ুন কবির আমির, কবি মো. আলমগীর, প্রকৌশলী মো. রাহাদ উজ্জামান, মো. মাসুদ রানা, প্রদীপ কুমার, বিশিষ্ট ব্যাবসায়ী মো. কাওসার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকিরুল ইসলাম, ডাঃ মো. তারেক, যুবলীগ নেতা বাবলা মজুমদার, সাবেক শ্রমীকলীগ আহ্বায়ক মো. সোহেল বিন রানা, আওয়ামী লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক মো. হারুন মিয়াজি।

৪) দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ত্যাগের বিনিময়ে পাওয়া লাল সবুজের পতাকার মর্যাদা সমুন্নত রাখতে বাঙালি জাতির সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে বঙ্গবন্ধুর আদর্শ কে বাস্তবায়ন করতে হবে। এসময় বক্তারা আরও বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের কোন সময় জন্মই হতো না সেই বঙ্গবন্ধুর স্বপ্ন কে বাস্তবায়ন করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতির জনকের আগামী ১০০ তম জন্মদিন জাঁকজমকপূর্ণ বর্নালী আয়োজনের মধ্য দিয়ে পালন করার স্বিদ্ধান্ত গ্রহন করা হয়।

৫) সভায় আরও উপস্থিত ছিলেন, ডাঃ মো. মিজান, মো. আরাফাত, মো. হানিফ, মো. আলিওর রহমান, মো. মানিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা । সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মো. শফিকুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়