শিরোনাম

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন ম্যাচ টি-টোয়েন্টির জন্য দু’রকম স্কোয়াড ঘোষনা করলো প্রোটিয়া

স্পোর্টস ডেস্ক: ২. সফরকারী শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে ম্যাচ দারুণ ভাবে কামব্যাক করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলো তারা। সফরকারীদের সাথে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিকরা। এই সিরিজকে সামনে রেখে দু’রকম স্কোয়াড ঘোষনা করছে দ. আফ্রিকা।

৩. প্রথম টি-টোয়েন্টির জন্য নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই দলে আছেন কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, ইমরান তাহিরের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

৪. দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির জন্য জেপি ডুমিনিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। এই দলে ফিরেছেন ক্রিস মরিস। শেষ দুই ম্যাচে দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সিনেথেম্বা কোইশিলে।

৫. টি-টোয়েন্টি সিরিজে দ. আফ্রিকার স্কোয়াড: ফাফ ডু প্লেসিস, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি (এ চার জন শুধু মাত্র প্রথম ম্যাচের জন্য), জেপি ডুমিনি, রেজা হেন্ডরিকস, ইমরান তাহির, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, এনরিচ নর্টজে, আন্দিল ফেলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, রসি ফন ডান ডুসেন, ক্রিস মরিস, লুথো সিপামলা ও সিনথেমনা কুশিল (শেষের তিনজন পরের দুই ম্যাচের জন্য)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়