শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৩:৪৭ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর প্রয়াত

রাশিদ রিয়াজ : ২. গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর দীর্ঘ রোগভোগের পর রোববার মারা গেছেন। অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তার অবস্থার অবনতি হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। অসুস্থ অবস্থাতেও গোয়ার বাজেট পেশ করেছিলেন তিনি। গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার আগে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী হয়েছিলেন তিনি। আরএসএস প্রচারক থেকে কেন্দ্রীয় মন্ত্রী-দীর্ঘ রাজনৈতিক জীবনে একজন দক্ষ প্রশাসক হিসেবে সুখ্যাতি অর্জন করেছিলেন পারিকর।

৩. আইআইটি মুম্বই থেকে মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন মনোহর পারিকর। গোয়ায় বিজেপির রাজনৈতিক শক্তিবৃদ্ধিতেও তার অবদান রয়েছে। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ২০১৬ সালের নভেম্বরে তিনি দুদিনের সফরে ঢাকায় এসেছিলেন।

৪. মনোহর পারিকরের দপ্তর থেকে টুইট করে জানানো হয়, শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে৷ উদ্বেগ বাড়ছিল দলের মধ্যে৷ হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছিলেন দলের কর্মী, সমর্থক থেকে অনুগামীরা৷ শেষরক্ষা হল না৷ রোববার সন্ধে ৮টা নাগাদ প্রয়াত হলেন  তিনি।

৫. ২০১০ সালে গোয়ার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন৷ অত্যন্ত দক্ষ হাতে রাজ্য সামলেছেন৷ সেসময় গোয়ার বেশ উন্নতি হয়েছিল৷ ২০১৪ সালে বিজেপি তথা এনডিএ জোট দেশের ক্ষমতায় আসার পর পারিকরকে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব দেন নরেন্দ্র মোদি৷ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তাঁর পারফরম্যান্স একেবারে অন্য পর্যায়ের ছিল৷ এরপর ২০১৭-এ ফের গোয়ার নির্বাচনে তাঁকে মুখ্যমন্ত্রী করা হয়৷ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ইস্তফা দিয়ে ফের রাজ্যের দায়িত্ব নেন পারিকর৷ সেসময় সরকার গঠনে কংগ্রেসের বিরোধিতায় কম ঝক্কি পোহাতে হয়নি৷ তা সত্ত্বেও বিজেপি নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকারে ফেরে৷

৬.ওই সময় থেকেই অসুস্থ হতে থাকেন মনোহর পারিকর৷ অনেক সময়ে অসুস্থতা নিয়েই প্রশাসক হিসেবে কাজ করেছেন৷ হাসপাতালে ভরতি থাকাকালীন সেখানেই মন্ত্রীদের ডেকে জরুরি বৈঠক করে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন৷ শরীর সুস্থ না হওয়া সত্ত্বেও বাজেট পেশের আগে হাসপাতাল থেকে তড়িঘড়ি ফিরেছেন বিধানসভায়৷ নাকে অক্সিজেনের নল, হাতে স্যালাইন – এরকম বহু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনুগামীদের উদ্বেগ বেড়েছে৷ আর বারবারই ‘ভাল আছি’ বলে কর্মী, সমর্থকদের উৎসাহিত করার চেষ্টা করেছেন প্রাণশক্তিতে ভরপুর এই নেতা৷ কিন্তু শেষপর্যন্ত সেই প্রাণশক্তি ফুরিয়ে গেল৷ মুখ্যমন্ত্রী থাকাকালীনই প্রয়াত হলেন মনোহর পারিকর৷ টুইটারে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এনডিটিভি/টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়