শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারা গেছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পাররিকর, আজ রাস্ট্রীয় শোক

খলিদ আহমেদ : ভারতের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পাররিকর রোববার মারা গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয় শোক পালনের কথা ঘোষণা করল কেন্দ্র। আজ সোমবার গোটা দেশ জুড়ে সমস্ত সরকারি স্থানে জাতীয় পতাকাকে অর্ধনমিত করে রাখা হবে। এছাড়া, চারবারের এই মুখ্যমন্ত্রীর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও উপস্থিত থাকবেন তাঁর শেষযাত্রায়। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সোমবার সকাল ১০'টা নাগাদ একটি বৈঠকও ডাকা হয়েছে। আজ গোয়ার সমস্ত বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্থগিত থাকবে সমস্ত পরীক্ষাও। এনডিটিভি।

সকাল থেকেই পানাজিতে বিজেপির সদর দফতরে শায়িত থাকবে মনোহর পাররিকরের দেহ। সেখানে এসেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। সকাল ১১'টা থেকে ৪'টে পর্যন্ত। পানাজির কলা অ্যাকাডেমিতে রাখা থাকবে তাঁর দেহ।

শেষযাত্রা শুরু হবে বিকেল ৪টায়। অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হবে পানাজি থেকে ৪ কিলোমিটার দূরের কাম্পালের এসএজি গ্রাউন্ডে।

অগ্ন্যাশয়ের ক্যানসার নিয়ে দীর্ঘদিন ধরে ভোগার পর রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোহর পাররিকর। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা।

২০১৬ সালে নিয়ন্ত্রণ রেখায় সার্জিক্যাল স্ট্রাইক করার সময় মনোহর পাররিকর ছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী। তার আমলেই রাফাল যুদ্ধবিমান নিয়ে ফ্রান্স ও ভারতের মধ্যে দ্বিতীয়বার সন্ধিস্থাপন করা হয়। যদিও, কংগ্রেসের দাবি অনুযায়ী, মনোহর পাররিকরওই চুক্তির ব্যাপারে কিছুই জানতেন না। গোয়ায় তাঁর সরকারের জোটে যে দলগুলি রয়েছে, সেগুলি হল- গোয়া ফরওয়ার্ড পার্টি, মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টি এবং তিনটি নির্দল।

তাঁর অসুস্থতার কথা মাথায় রেখেই শনিবার কংগ্রেস গোয়ার রাজ্যপালের কাছে সরকার ভেঙে দেওয়ার দাবি জানিয়েছিল।

সেই আবেদনে এখনও সাড়া দেননি রাজ্যপাল। মনোহর পাররিকরের মৃত্যুর পর এখন গোয়ার রাজনীতি কোন পথে এগোয় তা দেখার জন্য উৎসাহ নিয়ে অপেক্ষা করছে ওয়াকিবহালমহল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়