শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৫:৫১ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী চান নুর?

বাংলা ট্রিবিউন : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর নির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর একবার বলছেন পদত্যাগ না করে পদে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সব পদে পুনর্নির্বাচন দেওয়ার আন্দোলন করবেন। আরেকবার বলছেন, তিনি শিওর করে বলছেন না যে তিনি ভিপি পদের দায়িত্ব নেবেন। একেকবার একেকরকম ঘোষণা দিয়ে বিভ্রান্তির ধূম্রজাল সৃষ্টি করায় এখন সাধারণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে: নুর কী চান? আজ বাংলা ট্রিবিউনের সঙ্গে এক টেলিফোন সাক্ষাতকারে নুর আবারও একাধিক অর্থ তৈরি করে এমন কথা বলেছেন।

দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর গত ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নুরুল হক নুর ভিপি নির্বাচিত হওয়ার পরেরদিন ১২ মার্চ একদিনে চার রকম কথা বলেন। নির্বাচন বর্জনকারীদের সঙ্গে একসঙ্গে পুনর্নির্বাচনের আন্দোলনের ঘোষণা দেওয়ার পর বিজয়ী ভিপি হিসেবে গতকাল শনিবার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে গিয়েছিলেন এই নেতা। গণভবনে দেওয়া বক্তব্যে তিনি ‘নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে’ মন্তব্য করে তা তদন্তের জন্য প্রধানমন্ত্রী যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন, সেই আহ্বান জানান। সেখানে ডাকসুর বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তাও চান তিনি।

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে নুর

শনিবার গণভবন থেকে বেরিয়ে  তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এখনও কোনও আলোচনা হয়নি। তবে যতদূর জানি, ভিসি স্যার আমাদের ডাকবেন, একটি অভিষেক অনুষ্ঠান হবে।’ পাশাপাশি তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করবো। ছাত্রছাত্রীদের অধিকার আদায়ে সোচ্চার থাকবো।’

গণভবন থেকে বের হওয়ার পর নুরুল হক নুর ভিপির দায়িত্ব নেবেন কিনা–এ প্রশ্নের জবাবে এজিএস সাদ্দাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেটা তো অবশ্যই। এটা তো আজকে না, তিনি তো আগেই বলেছেন, ছাত্রলীগের ছায়াতলে থেকে তিনি দায়িত্ব পালন করবেন।’ এই বক্তব্যের পরেরদিনই আজ রবিবার আবারও সাংবাদিকদের মুখোমুখি হন সদ্য নির্বাচিত এই ভিপি এবং অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে যাওয়া এবং পুনর্নির্বাচনের দাবি জানান।

যদি কারচুপি হয়ে থাকে মনে করেন তাহলে পদত্যাগ করছেন না কেন প্রশ্নে নূর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পদত্যাগের কোনও বিষয় নেই। আমি পদে থেকে আন্দোলন করবো। অনিয়ম কারচুপি কী হয়েছে আমরা স্পষ্ট করেছি। আমি শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলন করবো, তারা পুনর্নির্বাচন চাইছে, আমি তাদের সঙ্গে আছি।’

নিজের পদ রেখে পুননির্বাচনের বিষয়ে তার বক্তব্য অস্পষ্ট কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আমার বক্তব্য স্পষ্ট। এতো কারচুপির পরেও ভিপি ও সমাজসেবা পদে এতো ভোট পড়েছে যে কারচুপি করেও হারাতে পারেনি। সেজন্য আমি এই দুটি বাদে বাকি পদগুলোতে পুনর্নির্বাচন চেয়েছিলাম। কিন্তু, পরবর্তীতে দেখলাম শিক্ষার্থীদের চাওয়া সকল পদে পুনর্নির্বাচন। সেই জায়গা থেকে আমি তাদের সঙ্গে একমত হয়েছি। ২৮ বছর পরে একটা নির্বাচন হয়েছে সে নির্বাচন কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে সেটি আমরা ঢাবির সচেতন শিক্ষার্থীরা মেনে নিতে পারি না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন নুরুল হক নুর

ভিপি হিসেবে থেকে এই আন্দোলন করা যায় কিনা প্রশ্নে নুর আবারও স্পষ্ট কিছু না বলে  বলেন, ‘দায়িত্ব তো আমরা নেইনি এখনও, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেইনি বা দায়িত্ব নেবো কিনা সেটিও আমি শিওর বলিনি।’

এতোকিছুর পরেও দায়িত্ব নেবেন কিনা সেটি ‘শিওর’ হয়ে কেন বলছেন না এমন প্রশ্নের জবাবে নুর বলেন, ‘আমাদের একটা আন্দোলন চলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনও তো দেখিনি নির্বাচন পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখছি তারাও কোনও রিজিট পজিশনে নেই বা অভিষেক অনুষ্ঠান করছে বা কোনও প্রক্রিয়ার দিকে এগুচ্ছে এমনও দেখা যাচ্ছে না।’

ধরুন অভিষেক এর তারিখ আজ রাতে ঘোষণা হলো তখন কী করবেন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে নুর বলেন, ‘এটা তো ধরার প্রশ্ন না, আন্দাজ নির্ভর হবো কেন?’

কিন্তু যে কোনও মুহুর্তে ঘোষণা হতে পারে অভিষেকের তারিখ তখন সিদ্ধান্ত কী হবে জানতে চাইলে আগের মতোই তিনি তার অবস্থান স্পষ্ট না করে বলেন, ‘যখন (অভিষেকের দিন) ঘোষণা হবে তখন বলতে পারবো। আগাম আপনাকে কীভাবে বলবো?’

রবিবার (১৭ মার্চ) মধুর ক্যান্টিনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন করেন ডাকসু ভিপি নুরুল হক নুর

বাংলা ট্রিবিউনের সঙ্গে কথোপকথনের আগে রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে নুরের প্যানেল সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন ছিল ‘গতকাল গণভবনে গিয়ে ডাকসু চালাতে সহযোগিতা চাইলেও পুনর্নির্বাচন বিষয়ে কিছু বলেননি কেন?’

এ প্রশ্নের জবাবে নুর সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথম শুনেছিলাম গণভবনে শুধু ডাকসু এবং হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা যাবেন। কিন্তু সেখানে গিয়ে দেখি ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত। তাদের দেখে আমার নিজের অস্বস্তিবোধ হয়েছে। আপনারা জানেন, স্বাভাবিকভাবে মানুষের একবার যদি ‘কনসেনট্রেশন’ নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের আর কথা বলার মুড থাকে না। তাই আমি সেখানে (গণভবনে) অনেক কথা বলতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচিতদের ডেকেছেন, আমরা সম্মান ও শ্রদ্ধাবোধ থেকে গিয়েছি। অনিয়ম হয়েছে সেটা সামনে এনেছি, প্রধানমন্ত্রী যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সে বিষয়ে কথা হয়েছে। দাবি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেই।’

প্রসঙ্গত দীর্ঘ ২৮ বছর ১০ মাস বন্ধ থাকার পর আদালত সময় বেঁধে দিলে গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন হলগুলোর ভোটকেন্দ্রে নানা ধরনের অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রলীগ ছাড়া বাকি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। বাকি প্যানেলগুলোর সঙ্গে নির্বাচন বর্জন করে নুরুল হক নুরের নেতৃত্বাধীন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও। নির্বাচনে ডাকসুর ২৫টি পদের মধ্যে ২৩টিতে জয়ী হয় ছাত্রলীগ। এছাড়াও ১৮টি হল সংসদের ১২টিতে জয়ী হয় সংগঠনটির প্যানেলে দাঁড়ানো নেতারা। বাকি হলগুলোর ভিপি জিএসসহ বেশ কিছু পদে জয়ী হয় স্বতন্ত্ররা। আর ডাকসুর ভিপিসহ দুটি পদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা জয়ী হয়। ভিপি পদে জয়ী হন নুরুল হক নুর। এদিকে, নির্বাচন বর্জনের পর পুনর্নির্বাচনের দাবিতে বাকি প্যানেলগুলো ও স্বতন্ত্র প্রার্থীদের আন্দোলন ও কিছু সাধারণ ছাত্রের অনশন কর্মসূচি গত শুক্রবার পর্যন্ত চলে। তবে গত ১২ মার্চ থেকে এখন পর্যন্ত ডাকসু ভিপির দায়িত্ব নেওয়া না নেওয়া নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বলছেন নুরুল হক নুর। শনিবার ডাকসু ও হল সংসদে বিজয়ী নেতাদের সঙ্গে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎও করেছেন তিনি। যদিও বিশ্ববিদ্যালয়ে পুনর্নির্বাচনের দাবির আন্দোলন এখনও চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়