শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৫:২৪ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাওর বাঁচাও আন্দোলনের আহত নেতা আজাদ মিয়ার মৃত্যু

আশরাফ চৌধুরী : ২. রোববার রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। আজাদ মিয়া হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন, সদর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন।
৩. আজাদ মিয়া হাওরের ফসলরক্ষা বাঁধের দুর্নীতি ও অনিয়মসহ এলাকার কৃষকের পক্ষে সবসময় সোচ্চার থাকতেন। এ কারণেই তাকে দুর্নীতিবাজ চক্র পরিকল্পিতভাবে হামলা করে হত্যা করেছে বলে মনে করছেন স্বজনরা।
৪. নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোল্লাপাড়া ইউনিয়নের জলালপুর গ্রামের লাল মিয়ার ছেলে আজাদ মিয়া গত কয়েক বছর ধরে সুনামগঞ্জ শহরে অবস্থান করতেন। তবে প্রতিনিয়তই এলাকার কৃষকের স্বার্থে তিনি উচ্চকণ্ঠে কথা বলতেন।

৫. তারা আরো জানান, ২০১৮ সালে দেখার হাওরের ৬টি অপ্রয়োজনীয় প্রকল্পে কয়েক কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সুনামগঞ্জ সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগ করেন। আদালত অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ দেয়। এ ঘটনায় এই প্রকল্পের সঙ্গে জড়িতরা তার বিরুদ্ধে অবস্থান নিয়ে হুমতি ধামকি দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার আহত হওয়ার আগেও তিনি এলাকায় হাওরের ফসলরক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

৬. সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, হাওর বাঁচাও আন্দোলনের নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি। আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেননি। আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নেব। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়