শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৩:২০ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের ফাঁদ পেতে অপহরণের অভিযোগে আটক ৯

সুজন কৈরী : ২) গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে রোববার তাদের আটক করে র‌্যাব-১০। এ সময় অপহৃত যুবক মো. সাব্বিরকে উদ্ধার করা হয়েছে। আটকদের মধ্যে ৪জন কিশোর। বাকি ৫ জন হলো- মেহেদী হাসান হৃদয়, আনিসুর রহমান, জাবেদ, হারুন অর-রশিদ ও আব্দুস সাত্তার। তাদের সবার বয়স ১৮ বছর। তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোনসেট ও নগদ ৭৩হাজার টাকা জব্দ করা হয়।

৩) র‌্যাব-১০ জানিয়েছে, শনিবার সাব্বিরের বাবা ফরহাদ ব্যাপারী ব্যাটালিয়নে দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, সাব্বির ও তার সঙ্গে থাকা মো. ফারুক ব্যাপারী শুক্রবার বিকেল পৌনে চার টার দিকে দোকানের মালামাল কেনার জন্য শ্যামপুরের জুরাইন কাঁচা বাজারে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিনই শ্যামপুর থানায় সাধারন ডায়েরী (নং-৬১৮) করা হয়েছে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাব্বিরের ব্যবহৃত মোবাইল থেকে ফরহাদের মোবাইলে অজ্ঞাত একজন ফোন করে জানায়, সাব্বিরকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে এবং মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করে। ফরহাদকে দাবিকৃত টাকা নিয়ে জয়দেবপুর বাসস্ট্যান্ডে যেতে বলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে এবং কোনো প্রকার তালবাহানা করলে সাব্বিরকে হত্যার হুমকি দেয়া হয়।

৪) অভিযোগ পাওয়ার পরই র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে উদ্ধারসহ ৯জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, অপহারণকারী চক্রটি ফেসবুকে ভুয়া একাউন্টের মাধ্যমে পরিচয় গোপন করে ভিকটিম সাব্বিরকে প্রেমের ফাঁদে ফেলে। সাব্বির তার বন্ধুকে সঙ্গে নিয়ে কথিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে অপহারণকারীরা তাদের জুরাইন এলাকা থেকে অপহরণ করে জয়দেবপুর নিয়ে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তি পনের টাকা দাবি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়