শিরোনাম
◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০২:৫৪ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় মা ও মেয়েসহ একই পরিবারের আহত-৪

উত্তম কুমার হাওলাদার: ২) পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় একই পরিবারের মা, মেয়ে ছেলেসহ ৪ জন আহত হয়েছে। রবিবার শেষ বিকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের আবাসন সংলগ্ন পূর্ব চাকামইয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ সময় প্রতিপক্ষের লোকজন একটি বসত বাড়িতে ভাংচুর চালায়। আহতরা হলো মা আছিয়া বেগম (৪০) মেয়ে মোসা. তামান্না অক্তার (১৭) ছেলে বেল্লাল আকন (১৪) ও ছোট মেয়ে আতিয়া (৬)। এদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করেছে।

৩) আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি পাশে একটি বের থেকে তারা মাটি কাটছিলো। এসময় পাশের বাড়ির কুদ্দুস আকনের লোকজন বাধা দেয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে বসত ঘরে হামলা ও ভাংচুর চালায়। লাঠি ছোটা ও বেধরক কিল ঘুষির আঘাতে তারা মারাত্মক জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

৪) আহত আছিয়া বেগমের স্বামী মো.আলমগীর আকন জানান, ঘটনার সময় তিনি তাপ বিদ্যুত কেন্দ্র এলাকায় ছিলেন। বেরের মাটি কাটা নিয়ে পাশের বাড়ির কুদ্দুস এর নেতৃত্বে প্রায় ১০/১২ জন লোক তাদের উপর হামলা চালায়। এসময় তার বসত ঘরটিও ব্যাপক ভাংচুর করে। তাদের চিকিৎসার পর মামলা কার হবে বলে তিনি জানিয়েছেন।

৫) কলাপাড়া হাসপাতালেন চিকিৎসক ডাক্তার কামরুল ইসলাম জানান, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

৬) কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়