শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০২:৫১ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ফিরে আসায় নিখোঁজ বিএনপি নেতাদের স্বজনরা আশাবাদী হয়ে উঠছেন

নাঈম কামাল : ২.সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ হওয়ার পনের মাস পরে ঢাকায় নিজ বাড়িতে ফিরে আসায় নিখোঁজ থাকা বিএনপি নেতাদের ফিরে আসার আশা করছেন তাদের স্বজনরা। মারুফ জামান একা একাই ফিরে এসেছেন। বাড়ির দারোয়ান তাকে দেখতে পেয়ে তার ফ্লাটে নিয়ে যায়। বিবিসি

৩. তার বাড়ি থেকে বলা হয়েছে তিনি অসুস্থ। গণমাধ্যমের সঙ্গেও তার পরিবার কোন যোগাযোগ রাখছেন না। থানা পুলিশ তার বাড়িতে যোগাযোগ করেও তার সাথে কথা বলতে পারেনি। গতকাল তার মেয়ে ফেসবুকে পোষ্ট দিয়ে বলেছে তার বাবা অসুস্থ। তারা এ বিষয়ে কারো সাথে কোন কথা বলবেন না। পুলিশ জানায়, তারা যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখবেন। আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোন সুযোগ থাকলে তারা তা নেবেন।

৪. নিখোঁজ থাকা এক বিএনপি নেতার বোন সানজানা ইসলাম বলেন, আমাদের অবশ্যই আশাবাদী হওয়ার কারণ বিদ্যমান। কেননা সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ১৫ মাস পরে ফিরে এসেছেন।

৫.মানবাধিকার নেতা নূর খাঁন লিটন বলেন, গুম হয়ে যাওয়া ব্যাক্তিরা ফিরে আসার পর সরকার তাদের নিখোঁজ সময় সম্পর্কে জানতে উদ্যোগ নিচ্ছে না। তিনি বলেন, এধরনের গুমের পেছনে শক্তিশালী গ্রুপ জড়িত। এবং তারা নির্দেশিত হয়ে কাজ করে থাকে। মারুফ জামানের নিখোঁজ হওয়ার পেছনে প্রশিক্ষিত কোন গ্রুপ কাজ করেছে বলে অনুমিত হচ্ছে।

৬. মানবাধিকার নেত্রী সুলতানা কামাল বলেন, যারা ফেরত আসছেন তাদের মুখ খোলানো খুব কঠিন হচ্ছে। তাদের সাথে কথা বলে মনে হয় কোন পিছুটান কাজ করছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ভূমিকা রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়