শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০২:৫১ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে দলগুলোর ট্রাম্প কার্ড হতে পারেন যারা

আক্তারুজ্জামান : ২) আর এক সপ্তাহের অপেক্ষা। আগামী ২৩ মার্চ শুরু হচ্ছে আইপিএলের দ্বাদশ আসর। দেশি-বিদেশি ক্রিকেট তারকাদের জমজমাট আসরে কে মাতাবেন? কোন টিমই বা জিতবে। প্রতিটি দলেরই এমন একজন ক্রিকেটার রয়েছেন, যিনি দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যিনি হতে পারেন তুরুপের তাস। আনন্দবাজার খুঁজে বের করেছে তেমনই কিছু ক্রিকেটারকে।

৩) ৩৯ বছরের ক্রিস গেইলকে কিংস ইলেভেন পাঞ্জাব কিনেছিল ২ কোটি টাকায়। গতবার রান স্কোরারের তালিকার উপরের দিকে থাকা গেইল এবারেও চমকে দিতে পারেন বিপক্ষকে।

৪) মুম্বাই ইন্ডিয়ান্স সাড়ে আট কোটি টাকায় কিনেছিল ক্রুণাল পান্ডিয়াকে। গত আইপিএলে ১১ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট ও বলে যে কোন সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এ অলরাউন্ডার।

৫) দিল্লী ক্যাপিটালসের অন্যতম তারকা ক্রিকেটার ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের এ পেসার যে কোন সময়ই ভয়ঙ্কর। আর পরিবেশ সুইংয়ের সহায়ক হলে তো কথাই নেই।

৬) এই মুহূর্তে ক্যারিয়ারের শীর্ষে রয়েছেন রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার। বল হাতে বিপক্ষকে গুঁড়িয়ে দিতে দলের ট্রাম্প কার্ড হতে পারেন তিনি।

৭) সানরাইজার্স হায়দরাবাদের স্পিডস্টার ভুবনেশ্বর কুমার আইপিএলের অন্যতম আকর্ষণ। সুইং, স্লোয়ার, ইয়র্কারে ভুবির বেশ সুনাম রয়েছে। মাঠে হায়দরাবাদের সুর্যোদয়ের অন্যতম কারিগর হতে পারেন তিনি।

৮) কলকাতা নাইট রাইডার্সের ট্রাম্প কার্ড হতে পারেন কুলদীপ যাদব। বাঁহাতি চায়নাম্যান কেকেআরের অন্যতম তারকা। চায়নাম্যানের কব্জির ভেলকিতে পরাস্ত করতে পারেন ব্যাটসম্যানদের।

৯) চেন্নাই সুপার কিংসের অন্যতম তারকা ক্রিকেটার কেদার যাদব। ধোনির সঙ্গে তার পার্টনারশিপ বিপক্ষ দলের জন্য ত্রাসের কারণ হতে পারে।

১০) লাস্ট বাট নট দ্য লিস্ট! বিরাট কোহালি রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। আন্তর্জাতিক ক্রিকেটে এক নম্বরেই রয়েছেন বিরাট। তাই আইপিএলের অন্যতম বাজিও বিরাট, এ কথা বলাই যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়