শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ১২:১২ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরযাত্রীদের খাবার দুঃস্থদের মাঝে বিতরণ

খোকন আহম্মেদ হীরা:২) বাল্যবিয়ের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছিলো। শুধুমাত্র ১০০ জন বরযাত্রীদের কনের বাড়িকে আসার অপেক্ষা ছিলো। এজন্য বিয়ের গেট, সু-বিশাল প্যান্ডেল ও অতিথিদের আপ্যায়নের জন্য রান্নার কাজও শেষ করা হয়েছে। দুপুর সাড়ে বারোটার সময় বরযাত্রীর পরিবর্তে কনের বাড়িতে গাড়ি নিয়ে হাজির হলেন উপজেলা নির্বাহী অফিসার। থানা পুলিশ নিয়ে ইউএনও’র উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যায় কনের বাড়িতে আসা অন্যান্য মেহমান।

৩) ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার বাঙ্গিলা গ্রামে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার বাল্যবিয়ে বন্ধ করে দিয়ে কনের পরিবারের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একইসাথে নিজে (ইউএনও) বসে থেকে বিয়ের গেট ও প্যান্ডেল ভেঙ্গে ফেলার পাশাপাশি বরযাত্রীদের জন্য রান্না করা খাবার এলাকার গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করেন।

৪) জানা গেছে, উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের কুয়েত প্রবাসী সিরাজ সরদারের কন্যা ও চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী অপি আক্তারের সাথে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার দক্ষিণ রাজদী গ্রামের তোতা হাওলাদারের পুত্র রবিন হাওলাদারের রবিবার বিয়ে দিন তারিখ ধার্য্য করা হয়।

৫) এ খবর পেয়ে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা বেগম একদল পুলিশ নিয়ে কনের বাড়িতে হাজির হয়ে বিয়ের সকল আয়োজন বন্ধ করে দিয়ে কনের পরিবারের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। উল্লেখ্য, এনিয়ে গত এক সপ্তাহে গৌরনদীতে পাঁচটি বাল্যবিয়ে পন্ড করে দিয়েছেন উপজেলা নিবার্হী অফিসার খালেদা নাছরিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়