শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৯, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০১৯, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যটকদের ১৮ মার্চ বান্দরবানে না যাওয়ার অনুরোধ

ডেস্ক রিপোর্ট: ‘পাহাড়ি কন্যা’ বান্দরবান ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের জায়গা। দেশীয় পর্যটনে এই জেলা সবচেয়ে বড় বিজ্ঞাপনগুলোর মধ্যে অন্যতম। এখানকার পাহাড়, টিলা, বন, পাথরের জলপ্রপাত ও আঁকাবাকা নদী সববয়সী পর্যটককে আকর্ষণ করে। এসবের সঙ্গে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদি বৈচিত্র্যময় জীবনযাত্রা ও সংস্কৃতি আকর্ষণীয়। ফলে সারাবছর পর্যটকদের আনাগোনা থাকে এখানে। তবে একদিনের জন্য ভ্রমণে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন।

বান্দরবানের ৭টি উপজেলায় একযোগে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ মার্চ। এ কারণে ওইদিন পর্যটকদের বান্দরবানে ভ্রমণ না করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। শনিবার দুপুরে ডিসি অফিস বান্দরবানের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।নির্বাচনের সময় টানা তিন দিনের ছুটি থাকায় বান্দরবানের সব হোটেল কক্ষ বুকিং হয়ে আছে। বাসের টিকিটও বিক্রি হয়ে গেছে বেশ ক’দিন আগেই। ফলে বোঝা যাচ্ছে, পর্যটক সমাগম হতে পারে চোখে পড়ার মতো।

ডিসি অফিস বান্দরবানের ফেসবুক পেজে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম লিখেছেন, ‘যদি কেউ ইতোমধ্যে এই সময়ে (টানা তিন দিনের ছুটি) বান্দরবানে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে নির্বাচনের দিনটি বাদ দিয়ে আসার চেষ্টা করবেন।’কেউ যদি নির্বাচনের দিন বান্দরবানে পৌঁছেই যান তাহলে সারাদিন হোটেলে বসে সময় কাটানো ছাড়া উপায় নেই। তবে মোহাম্মদ আবুল কালাম মনে করেন, ‘নির্বাচনের দিন অপরিচিত লোক হিসেবে এলাকায় অবস্থান করা ঠিক হবে না।’

কারো আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব নির্বাচনের দিন বান্দরবানে আসার পরিকল্পনা করলে তাদের নিরুৎসাহিত করার জন্যও অনুরোধ জানান বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।ডিসি অফিস বান্দরবানের ফেসবুক পেজে জানানো হয়েছে, রোববার দিবাগত রাত ১২টা থেকে ১৮ মার্চ দিবাগত রাত ১২টা পর্যন্ত কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব ধরনের যানচলাচল বন্ধ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়