শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৯, ০৪:০৩ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০১৯, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইটেক প্রকল্পে বাংলাদেশই ভারতের অন্যতম বড় অংশীদার : ভারতীয় হাইকমিশনার

তরিকুল ইসলাম : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, ভারতের আইটেক প্রকল্পে বাংলাদেশই তাদের অন্যতম বড় অংশীদার।আইটেক প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য দক্ষ জনবল গড়ে তোলা। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন প্রক্রিয়া, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষিত করা ও সংসদীয় ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিতেই এ পোগ্রাম।

২. শনিবার ঢাকায় ভারতের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটেক) দিবস উদযাপন উপলক্ষে একথা বলেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, আইটেকের যাত্রা শুরু হওয়ার পর পারস্পরিক স্বার্থে বিশ্বের ১৬১টি দেশের সঙ্গে সেতুবন্ধন তৈরি হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভারত সরকার বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এপর্যন্ত বাংলাদেশের ৬৪টি জেলার ১২৫ জন ডিসি বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া ৩ হাজার ৮০০ জনের বেশি বাংলাদেশি তরুণ বিশেষায়িত স্বল্প ও মধ্যম পর্যায়ের কোর্স সম্পন্ন করেছেন।

৩. রীভা গাঙ্গুলী দাশ বলেন, প্রতিবছর হিসাব, নিরীক্ষা, ব্যবস্থাপনা, এসএমই, গ্রামীণ উন্নয়ন, সংসদীয় বিষয়াবলীর মত বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কোর্সের জন্য ১৬১টি সহযোগী দেশে ১০ হাজারের বেশি প্রশিক্ষণ পর্বের আয়োজন করা হয়।

৫০টি প্রতিষ্ঠান আইটেক প্রকল্পের আওতায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী প্রায় ৩০০টি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে। এসব কোর্সের পুরোপুরি অর্থায়ন করে ভারত সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়