শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৯, ০২:০৫ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০১৯, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মমাটির মানুষের সুবিধার্থে পররাষ্ট্রমন্ত্রীর লিয়াজো অফিস হচ্ছে সিলেটে

সাত্তার আজাদ, সিলেট: ১৬ মার্চ গত বছরের ৩০ ডিসেম্বর সিলেট-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ড. এ কে আব্দুল মোমেন। দায়িত্ব পেয়ে বহিঃবিশ্বে বাংলাদেশের অবস্থান তুলে ধরা, রোহিঙ্গা ইস্যুসহ নানা ব্যস্ততায় সময় পার করছেন তিনি। এ অবস্থায় নিজ এলাকা সিলেটে সময় দিতে পারছেন না। তাই, এবার সিলেটে একটি লিয়াজো অফিস খুলতে যাচ্ছেন ড. মোমেন।

সিলেট অফিস খোলার উদ্দেশ্য প্রসঙ্গে ড. এ কে আব্দুল মোমেন বলেন, সিলেটের মানুষ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। এর সুবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বড় দায়িত্ব দিয়েছেন। আমি চাই সিলেটের উন্নয়ন। সিলেটবাসীর সুখ-দুঃখের খোঁজ রাখতে এবং তারা যাতে তাদের প্রয়োজনের কথা, ভালমন্দের কথা আমাকে জানাতে পারেন- এ লক্ষ্যে সিলেটে একটি অফিস করতে যাচ্ছি।

সিলেটে অফিস খোলার পাশাপাশি সেখানে দু’জনকে অফিসের দায়িত্বও দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি নিজের ব্যক্তিগত সহকারি হিসেবে নিয়োগ পাওয়া জাবেদ সিরাজ ও আবুল হোসেনকে অফিসের দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি।

জাবেদ সিরাজ এর আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতেরও ব্যক্তিগত সহকারি হিসেবে কাজ করেছেন। মো. আবুল হোসেন একজন শিক্ষানবিশ আইনজীবী, তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য।

শুক্রবার সিলেট নগরীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এই দুইজনকে পরিচয় করেও দিয়েছেন। তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেছেন, আপনাদের ভাবার কোন কারণ নেই। আপনাদের পরামর্শ, প্রয়োজনের কথা আমি শুনতে চাই। এজন্য জাবেদ ও আবুল হোসেনকে আমি সিলেট অফিসের দায়িত্ব দিচ্ছি। আপনারা যে কোন সময় তাদের মাধ্যমে আমাকে জানাতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়