শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৯, ০১:২২ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০১৯, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিজ্ঞতাসম্পন্ন কোচ নিয়োগ কানাডার

স্পোর্টস ডেস্ক : ২) বর্তমান ক্রিকেট বিশ্বে তেমন পরিচিতি না থাকলেও একসময়ে মাঠ মাতানো খেলা উপহার দিয়েছিলো কানাডা ক্রিকেট দল। বর্তমান ক্রিকেটে উন্নতি করার পাশাপাশি আসন্ন ওয়ার্ল্ড ক্রিকেট লীগ ডিভিশনের দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য মন্টি দেসাইকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কানাডা। এর আগে আফগানিস্তান, নেপাল এবং আইপিএলের দল রাজস্থান রয়্যালস ও গুজরাট লায়ন্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দেসাই।

৩) এছাড়াও কানাডা এবং ভারতের বেশ কিছু প্রদেশের কোচ ছিলেন তিনি। গত বছর দেসাই আফগানদের ব্যাটিং কোচ থাকার সময়েই দলটি জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ কোয়ালিফায়ারে জয় লাভ করেছিলো। সবমিলিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছরের কোচিং অভিজ্ঞতা রয়েছে তাঁর।

৪) ক্রিকেট কানাডার প্রেসিডেন্ট রঞ্জিত সাইনি দেসাইকে কোচ হিসেবে পেয়ে তাই বেশ আনন্দিত। তিনি বলেছেন, ‘মন্টির অভিজ্ঞতা কানাডার সিনিয়র ক্রিকেট দলের জন্য অনেকটাই প্রয়োজন এই মাসের ব্যস্ত সূচিতে নিজেদের প্রস্তুত করার জন্য। আমি মন্টিকে অনেক বছর ধরে চিনি এবং তাকে দেখেছি একজন সফল কোচ হিসেবে প্রতিষ্ঠিত হতে। কানাডার ক্রিকেটকে সমর্থন যোগানোর যে মানসিকতা তার রয়েছে সেটি আসলেই প্রশংসনীয়। আমরা তাকে পেয়ে বেশ রোমাঞ্চিত।’

৫) এদিকে এরই মধ্যে কানাডার স্কোয়াডে যোগ দিয়েছেন দেসাই। বর্তমানে দলের সাথে শ্রীলঙ্কায় অবস্থান করছেন তিনি। সেখানে টুর্নামেন্টকে সামনে রেখে একটি প্রস্তুতি ক্যাম্পে অংশ নিয়েছে কানাডা ক্রিকেট দল।

৬) উল্লেখ্য, আগামী মাসে ডিভিশন ২ কোয়ালিফায়ারে হংকং, ওমান, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র এবং নামিবিয়ার সাথে খেলবে কানাডা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন ফরম্যাট অনুসারে। যেখানে কানাডা তাদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে এপ্রিলের ২০ তারিখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়