শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্মিলিত ভাবে গণআন্দোলন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব, বললেন জাফরুল্লাহ

শিমুল মাহমুদ : ২) বিএনপির যত বড় দলই হোক না কেন দেশের বর্তমান পরিস্থিতিতে তারা একলা চলতে পারবে না। আমরা সেটাই দেখতে পাচ্ছি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে সম্মিলিত ও জাতীয় ভাবে গণআন্দোলন করতে হবে তা ছাড়া অন্য কোনো পথ নাই বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার ১৬ মার্চ রাজধানী শিশু কল্যাণ পরিষদ হল রুমে ভাসানী পরিষদ অনুসারী আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

৩) ডাকসু নির্বাচনের কথা উলেখ করে তিনি বলেন, ছাত্রদল পাঁচ নাম্বারে চলে এসেছে। এত বড় একটা দল তারা পাঁচ নাম্বারে চলে আসলো। এত অহংকার ভালো না। ছাত্রদলের উচিত ছিল ছাত্র ইউনিয়ন, সাধারণ ছাত্র পরিষদের সাথে যোগ দেওয়া। অনেক সময় পিছিয়ে আসতে হয়। অন্যের নেতৃত্ব মেনে নিতে হয়। তাহলেই ভবিষ্যত উজ্জ্বল।

৪) দেশের ভবিষ্যৎ অত্যন্ত দুর্দিন কারণ আমরা মাওলানা ভাসানীকে ভুলে গেছি। তার আদর্শকে ভুলে গেছি। তিনি ৭২ এ দেশে ফিরে বলেছিলেন ভারত থেকে সাবধান। কিন্তু আমরা বর্তমানে ভারতের দালালি করি। ভারতের দালালি বন্ধ না করলে ভবিষ্যতে দেশে বড় বিপদ আসবে। ঢাকা শহরে মাওলানা ভাসানীর একটি স্মৃতিসৌধ করতে চেয়েছিলেন জিয়াউর রহমান। তিনি বেশিদিন বাঁচেন নাই। তবে তার দল এখনও বেঁচে আছে। যদি বিএনপি জিয়াউর রহমান কে সম্মান করে। তাহলে তার কথা কেউ সম্মান করা উচিত। বিএনপির উচিত প্রতি বছর মাওলানা ভাসানীকে স্মরণ করা এবং রাজনৈতিক ভাবে ঘোষণা করা সারাদেশে মাওলানা ভাসানীর পরিচিতি তুলে ধরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়