শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ১১:৫১ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেট ভ্যারাইটিতে চমক, অফ ইয়ার হলেও আম হবে গতবারের চেয়ে বেশি ১৯ লাখ টন

মতিনুজ্জামান মিটু : ২. গত বছর দেশে আম উৎপাদন হয়েছিলো ১৮ লাখ ৯০ হাজার মেট্রিক টন। ৩. কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. মেহেদী মাসুদ বললেন এবার ২ লাখ ১০ হাজার হেক্টর জমিতে আম উৎপাদন হতে পারে ১৯ লাখ মেট্রিক টন।

৪. রেগুলার জাতের কারণে এখন আর অফ ইয়ারের আমের ফলনের তারতম্য লক্ষ্য করা যায় না। অফ ইয়ারে আমের উৎপাদন ১ থেকে ২ লাখ টন কম হয়ে থাকে। ১০ থেকে ১৫ বছর আগে এই তারতম্য চোখে পড়তো। কিন্তু রেগুলার জাতের কারণে এখন আর তা আমলে আসে না।

৫. তিনি বললেন অফ ইয়ারে ল্যাংড়া, গোপালভোগ ও ফজলি আমের উৎপাদন কম হয়ে থাকে। রেগুলার জাতের আমে অফ ইয়ার বলতে কিছু নেই। এ জাতের গাছে প্রতি বছরেই আম উৎপাদন হয়ে থাকে। অফ ইয়ারে ল্যাংড়া, গোপালভোগ ও ফজলি আমের গাছে কোনা ফুল ও ফল আসে না। ৫. রেগুলার জাতের গাছের মধ্যে রয়েছে জনপ্রিয় আম খিরসাপাত, লক্ষণভোগ, আ¤্রপালি, বারি আম -৬. খাটো জাতের আম, আশ্মিণা, সূর্যপুরি, পাহাড়ি আম রাঙ্গুইন প্রভৃতি।

৭. কুয়াশায় আমের মুকুলের বোল বা ফুলের কিছুটা ক্ষতির আশংখা থাকে। তবে পানির সঙ্গে ফান্টিসাইড বা সকালে শুধু পানি স্প্রে করলেও কুয়াশার ক্ষতি রোধ করা যায়। এখনকার কুয়াশায় এবার দেশে আমের কোনো ক্ষতি হবে না। ইতোমধ্যে দেশের আমের মুকুলের বোল বা ফুলে ফল এসেছে। ফল আসার পরের কুয়াশা আমের ফলনে বিরুপ প্রভাব ফেলতে পারে না।

৮. ড. মেহেদী মাসুদ বললেন কুয়াশাসহ বৈরী আবহাওয়া এবং নানাবিধ কারণে কিছুটা ক্ষতি হলেও দেশে নতুন নতুন বাগান গড়ে উঠায় তা পুশিয়ে যাবে।

৯. পুষ্টিপ্রাপ্ত ফল চাষি নাটোরের সেলিম রেজা বললেন বৃষ্টি ও কুয়াশাসহ বৈরী আবহাওয়ায় এবার আমের ফলনের ওপর বিরুপ প্রভাব পড়ার আশংখা ছিলো। তবে সঠিক পরিচর্যায় তা কাটিয়ে ওঠা গেছে। একটি মুকুলে এক থেকে ৬০০০ আম আসার সুযোগ থাকে। তবে বৈরী আবহাওয়া ও নানা কারণে তা হয় না। ২০ দিন ধরে মুকুলে ফুল ধরে। এসময় বৃষ্টি, কুয়াশা ইত্যাদিতে ফুল বা বোল ঝরে যায়। তবে সঠিক পরিচর্যায় এই মুকুলের দু একটি বোল বা ফুলে আমের গুটি ধরে রাখা যায়। পরিস্থিতি যত বৈরী হোক না কেন এ বছর দেশের বাজারে তাইওয়ান গ্রীন ওভারওয়েট, গৌরমতি, কাঁচামিঠাসহ নতুন নতুন লেটভ্যারাইটি বা নাবি জাতের আমের চমক থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়