শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ১০:৫২ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতার বিশ্বকাপে ৪৮ দল চাইছে ফিফা

স্পোর্টস ডেস্ক : ২) কিছুদিন আগেই আগামী ফুটবল বিশ্বকাপে দল বাড়ানোর প্রস্তাব এসেছিলো। আর তারই প্রেক্ষিতে ফিফা ৪৮ দল নিয়ে ২০২৬ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত অনুমোদন করেছে। তবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে ওই বিশ্বকাপ আয়োজন করায় বড় পরিসরে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু কাতারের মতো এক দেশে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হলে বড় রকমের চাপে পড়তে পারে দেশটি। সেদিক বিবেচনায় দেশটিকে বিশ্বকাপ আয়োজনের জন্য পরিকল্পনায় বড় রকমের রদবদল আনার পরামর্শ দিয়েছে ফিফা।

৩) এছাড়াও আগামী জুনে হতে যাওয়া ফিফা কংগ্রেসে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হলে সামনের বিশ্বকাপে দল বাড়বে বলে আশাবাদী সংস্থাটির প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। কেননা, জুনের সেই কংগ্রেসে ২০২১ সালের জুন-জুলাইয়ে ২৪ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়টি পুনর্বিবেচনার অনুমোদন চায় ফিফা।

৪) দল বাড়লে প্রয়োজন পড়বে বাড়তি স্টেডিয়াম ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধারও। তাই প্রয়োজন বুঝে কাতারকে প্রতিবেশী দেশগুলোর সাহায্য নেয়ার পরামর্শ দিয়েছে ফিফা। চাইলে বাহরাইন, কুয়েত, ওমান, সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতের যেকোনো এক বা একাধিক দেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে পারবে কাতার।

৫) আবার চাইলেই যে ওভাবে আয়োজন সম্ভব সেটাও নয়। বাহরাইন, সৌদি আরব ও আরব আমিরাত এরইমধ্যে অর্থনৈতিক অবরোধ দিয়ে বসে আছে কাতারের ওপর। যদিও অবরোধের কারণে ফুটবল বিশ্বকাপ আয়োজন বাঁধাগ্রস্ত হবে বলে মনে করেন না ইনফান্তিনো।

৬) তিনি জানান, ‘আমরা উপসাগরীয় অঞ্চলগুলোর পরিস্থিতি সম্পর্কে অবগত। তবে আমরা সৌভাগ্যবান যে বিষয়টা ফুটবল সম্পর্কিত আর ফুটবলে আপনি কেবল ফুটবল নিয়েই ভাবার সময় পাবেন। আমি কাতারের প্রতিক্রিয়ায় বেশ সন্তুষ্ট। প্রথমবারের মতো তাদের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করা হল, কারণ তারা অনেকটা খোলা বইয়ের মতো, যদি এমনটা হয় সেটা হবে অসাধারণ। না হলেও সেটা হবে দারুণ কারণ। অন্তত আমাদের এ নিয়ে অনুশোচনা হবে না যে আমরা কেনো এটি নিয়ে চিন্তা করলাম না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়