শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ১০:৩১ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনা পশ্চিমা বিশ্বের রাজনৈতিক উত্থানকে দায়ী করলেন আন্তর্জাতিক বিশ্লেষকরা

মোহাম্মদ মাসুদ : ২) ক্রাইস্টচার্চে মসজিদে হামলার জন্য পশ্চিমা বিশ্বে রাজনীতির উত্থানকে দায়ী করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে বিভিন্ন দেশের কট্টরপন্থি নেতাদের বক্তব্য-বিবৃতিতে অভিবাসনবিদ্বেশ বাড়ছে। অভিবাসী ও সংখ্যালগঘু জনগোষ্ঠীর উপর এমন হামলা বন্ধে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা।যমুনা টিভি

৩) প্রকাশ্যে বর্ণবাদী বিবৃতি দিয়ে মসজিদে হামলাকারী ব্যক্তির সামাজিক মাধ্যমে প্রাকশিত লেখায় মুসলিম ও অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা স্পষ্ট। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ২৮ বছর বয়সী যুবকের অভিবাসন বিদ্বেষ বিচ্ছিন্ন কিছু নয়। পশ্চিমা অনেক নেতাদের বিবৃতিতে বাড়ছে এমন বিদ্বেষমূলক মনোভাব।

৪) নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি বলেন, মার্কিনযুক্তরাষ্ট্রে এই ধরণের শেতাঙ্গ, বর্ণবাদী সংগঠন পূর্বে ছিলো না, এখন আছে।

৫) তিনি আরো বলেন, হামলাকারী সম্পর্কে বলা হচ্ছে, আমরা জানতাম তার এ ধরণের মনোভাব আছে। কিন্তু তারপরও তাকে কড়া নজরদারিতে রাখে নাই এবং সে যখন অষ্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড গেলো সেখানে কিছুদিন কাটিয়েছে । অস্ত্র যোগাড় করেছে এটা ব্যর্থতা ছাড়া আর কিছু বলা ঠিক হবে না।

৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসীন বলেন, অনেক রাষ্ট্রের বক্তব্য হলো, এ ধরনের সেন্টিমেন্ট সমাজে একধরনের বিভাজনগুলো তৈরি করতে থাকে। আমরা সেগুলো দেখতে পাচ্ছি পশ্চিমা বিশ্বে।
৭) অধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি শহরে প্রকাশ্যে দিবালকে এমন হামলার পেছনে নিরাপত্তার ব্যর্থতাও দেখছেন বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়