শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ১০:২০ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে নিজের দেশকে ফেবারিট মনে করেন না ডি ভিলির্য়াস

স্পোর্টস ডেস্ক: ২) ২০১৯ বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কিছু দিন বাকি। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিবে দশটি দেশ। কে হবে এইবারের চ্যাম্পিয়ন সেই নিয়ে চলছে ক্রিকেট বিশেষজ্ঞদের পর্যালোচনা। যে যার নিছের পছন্দমত দলকে বেচে নিচ্ছেন এইবারের চ্যাম্পিয়ন হিসেবে। ওয়ানডে ক্রিকেটের চার নাম্বার র‌্যাঙ্কিংয়ে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে দলটি। কিন্তু এই দেশকে ফেভারিট মনে করছেন এক সময়ের এই দলের ক্রিকেটার ৩৬০ ডিগ্রি খ্যাত এবি ডি ভিলিয়ার্স। তিনি জানিয়েছেন বিশ্বকাপে তার চোখে ফেবারিট দলগুলোর নাম। যেখানে স্পষ্ট বলেছেন বিশ্বকাপে তার দেশ দ. আফ্রিকা ফেবারিট নয়।

৩) হুট করে অবসর না নিলে নিজ দেশ দ. আফ্রিকার হয়ে বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যস্ত থাকতেন তারকা ক্রিকেটার ডি ভিলিয়ার্স। কিন্তু গতবছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে তিনি এখন শুধুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে যে তার আর আগ্রহ নেই এমনটা নয়। তিনিও মেতেছেন বিশ্বকাপের আলোচনায়।

৪) সম্প্রতি এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেন, ‘বিশ্বকাপ খুবই কঠিন টুর্নামেন্ট। আমি বিশ্বকাপের তিনটি আসরে খেলেছি এবং এটা কখনোই সহজ মনে হয়নি। আপনি সবসময়ই মনে করবেন যে আপনার স্কোয়াডা শক্তিশালী। কিন্তু যখনই মাঠের খেলায় নামবেন, দেখবেন যে আপনার মতো আরো অনেকেই পূর্ণশক্তির দল নিয়ে শিরোপা জিততে এসেছে।’

৫) এ সময় আসন্ন বিশ্বকাপে নিজ দেশের সম্ভাবনার কথা জানাতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি অবশ্যই বিশ্বাস করি যে বিশ্বকাপে দ. আফ্রিকার সুযোগ রয়েছে। যেমনটা প্রতি আসরেই থাকে। আমরা বিশ্বমানের দল। আমাদের অনেক ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। বর্তমান দ. আফ্রিকা দলটা অবশ্যই শিরোপা দৌড়ে আছে। তবু সত্যি বললে আমার চোখে দ. আফ্রিকা বিশ্বকাপে ফেবারিট নয়।’

৬) দ. আফ্রিকা না হয় ফেবারিট নয়, তাহলে ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের দাবীদার কারা এই প্রশ্নে তিনি জানালেন চারটি নাম, ‘ভারত এবং ইংল্যান্ডকে খুবই শক্তিশালী মনে হচ্ছে। অস্ট্রেলিয়া এরই মধ্যে পাঁচবার বিশ্বকাপ জিতেছে এবং পাকিস্তান দুই বছর আগে ইংল্যান্ডের মাটিতেই চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। আমার মতে এই চারটি দলই ফেবারিট।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়