শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ১০:০৬ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামলার ১৬ মিনিট পরে পুলিশ আসাটা দুঃখজনক, বলেছেন জাভেদ ওমর

মো. আল-আমিন মাসুদ: (২) বাংলাদেশের জাতীয় দলের সাবেক খেলোয়ার মোহাম্মদ জাভেদ ওমর বেলিম বলেছেন, এটা খুবই দুঃখজনক যে শুধু মুসলমানদের ওপর এমন একটি নৃশংস হামলা হয়েছে। আমরা অনেক ভাগ্যবান যে আমাদের খেলোয়াড়রা দুঘর্টনা থেকে বেচেঁ গেছে। আমি এই হত্যাকান্ডের নিন্দা জানাই। খুনীরা যতই ক্ষোভ বা যতই ঘৃণা থাকুক এই ভাবে এতগুলো মানুষকে মেরে ফেলা অবশ্যই নিন্দনীয়। তবে হামলার ১৬ মিনিট পরে পুলিশ আসাটা দুঃখজনক। বর্তমান সময়ে খেলা এমন একটা পর্যায়ে চলে গেছে যে, এটা এখন একটা দেশকে প্রতিনিধিত্ব করে। সুতরাং খেলাসংশ্লিষ্ট সকলেই বড় ধরনের গুরত্ব পান।

(৩) ইনডিপেন্ডেন টেলিভিশনের এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান, শ্রীলংকা কিংবা ভারতে আমরা যেমন নিরাপত্তা পাই ইংল্যান্ড বা নিউজিল্যান্ডে সেটা তেমনটা দেখা যায় না। আমাদের বলতে গেলে তেমন কোনো নিরাপত্তাই থাকে না। আমাদের সাথে কোনো পুলিশও থাকে না। আসলে সেখানকার পরিবেশটাই ছিল সুন্দর। তাদের সংস্কৃতিটাই এত দিন ছিল এমন ঝামেলামুক্ত। কিন্তু যতই শান্তিপূর্ণ থাকুক না কেন বা যতই অপ্রত্যাশিত হোক না কেন এমন ঘটনার সংবাদ পাওয়ার ১৬ মিনিটেও পুলিশ না আশাটা দুঃখ জনক এবং বড় নিরাপত্তা ঘাটতি।

(৪) আইসিসিকে এখন অবশ্যই খেলোয়ারদের নিরাপত্তার বিষয়ে বড় ধরনের পদক্ষেপ নিতে হবে। আমাদের বোর্ডকেও আরো উদ্যোগী হতে হবে। যেকোনো দেশে আমাদের খেলোয়ার পাঠাতে হলে নিরাপত্তার বিষয়টি যাচাই বাছাই করে যেতে হবে। কারণ ঘটনা ঘটার আগে ব্যবস্থা নিতে না পারলে তা রোধ করা সম্ভব না। শ্রীলংকা ও পাকিস্তানের ঘটনার পর আমাদের সর্তক হওয়া উচিত ছিল। এখনো সতর্ক না হলে ভবিষৎতে আরো বড় কিছু ঘটে যেতে পারে।

(৫) এমন একটা ঘটনা হওয়ার পর খেলোয়ারদের মানসিক অবস্থা খারাপ হওয়াই স্বাভাবিক। তবে যত তাড়াতাড়ি তা কাটিয়ে ওঠা যায় ততই ভালো। এক্ষেত্রে মানসিক পরার্মশকের সাহায্য নেয়া যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়