শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ০৮:৪২ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডে মসজিদে হামলা: বিশ্ব সম্প্রদায়ের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা

মহসীন কবির : ২) নিউজিল্যান্ডে মসজিদে শুক্রবার বন্দুক হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ ৪৯ জনের বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৮ জন। এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। তবে হতাহতদের প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

৩) নিউজিল্যান্ডের এ হামলার ঘটনায় বিশ্ব সম্প্রদায় তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছে বিশ্ব সম্প্রদায় । এদের মধ্যে রয়েছে- বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও পাকিস্তানসহ অন্যান্য দেশ।

৪) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘আমি মুসল্লিদের ওপর এই মর্মান্তিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ৯/১১ হামলার পর গোটা মুসলিম বিশ্বকে দায়ী করা হয়েছে। অন্যদিকে ইসলাম ফোবিয়ার কারণে হামলার শিকর হচ্ছে মুসলিম সম্প্রদায়।’ বিবৃতিতে তিনি আরো বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই।

৫) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চেভুসোগলু টুইটারে বলেন, পশ্চিমা বিশ্বে ইসলাম ফোবিয়ার কারণে এ ধরনের হামলা হচ্ছে। আর এসব হামলার জন্য সমানভাবে সেখানকার রাজনৈতিক নেতা ও সংবাদ মাধ্যমগুলো দায়ী। নিহতদের মধ্যে অন্তত ২ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে আরো পাঁচ বাংলাদেশি। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

৬) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার নিন্দা জানাতে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ এ আহ্বান জানান।

৭) ইরানের গণমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার রাতে ওআইসির বর্তমান সভাপতি দেশ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত চ্যাভুসোগ্লুকে টেলিফোন করে এ আহ্বান জানান জারিফ। ইরানি পররাষ্ট্র মন্ত্রী বলেন, সব মুসলিম দেশের পক্ষ থেকে এই পাশবিক হত্যাকাÐের ব্যাপারে অভিন্ন নীতি-অবস্থান ঘোষণা করা উচিত।

৮) সনিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার শিকার বাংলাদেশিদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। শনিবার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানান তিনি। রবার্ট মিলার বলেন, 'গতকালকে নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার শিকার বাংলাদেশিদের খবর জেনে আমি অত্যন্ত দুঃখিত। যুক্তরাষ্ট্র দূতাবাস কমিউনিটির পক্ষ থেকে প্রিয়জন হারানো পরিবারের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রæত সুস্থ হয়ে ওঠার জন্য আমরা প্রার্থনা করছি।

৯) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। শুক্রবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি ব্রিফিংয়ে তিনি বলেন, হামলায় ঘটনায় বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদে আছেন। তাদের কোনো ক্ষতি হয়নি।

১০) তিনি বলেন, ‘হামলার খবর আমরা পেয়ে খুব চিন্তিত ছিলাম। আমাদের ক্রিকেট টিম ওখানে ছিল। সৌভাগ্যের বিষয় ক্রিকেটাররা মসজিদে পৌঁছার আগেই গোলাগুলি হয়। তারা নিরাপদে রয়েছেন।’ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এখন পর্যন্ত খবর অনুযায়ী ক্রাইস্টচার্চে দুটি মসজিদে একসঙ্গে হামলা হয়েছে। আমাদের হাইকমিশনারের সঙ্গে আমার আলাপ হয়েছে। নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, হামলাকারী চারজন ধরা পড়েছে। এদের মধ্যে তিন পুরুষ ও এক নারী রয়েছেন।’

১১) নিউজিল্যান্ডের স্ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৪৯ মুসল্লিকে হত্যার ঘটনা ইসলামভীতি ও দেশভীতির ওপর বর্ণবাদভিত্তিক ঘৃণ্য বক্তব্যের ফল বলে মন্তব্য করেছে তুর্কি পার্লামেন্ট। শুক্রবার নৃশংস ওই হামলার পর দেশটির পার্লামেন্টের পাঁচটি বৃহৎ রাজনৈতিক দল এক যৌথ বিবৃতিতে এমন মন্তব্য করে। বর্বরোচিত ওই হামলার নিন্দাও জানানো হয় বিবৃতিতে।

১২) তুর্কি সরকারি গণমাধ্যম আনাদলু বলেছে, পার্লামেন্টের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ধরনের ইসলামভীতি উস্কানির প্রবণতা’ পশ্চিমা বিশ্বের পরিহার করা উচিত। ওই যৌথ ঘোষণায় সতর্ক করে বলা হয়েছে, ‘এ ধরনের বাগম্বড়পূর্ণ ইসলামভীতি সংক্রান্ত উত্তেজনা ও কর্মকাÐের বিরুদ্ধে পশ্চিমা সরকার ও গণমাধ্যমের আন্তরিক ও সুনির্দিষ্টভাবে সোচ্চার হওয়া উচিত।

১৩) প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোয়ান এক টুইট বার্তায় বলেন, নিউজিল্যান্ডে মুসলিম ও আল নুর মসজিদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, নিউজিল্যান্ডের জনগণের প্রতি রয়েছে গভীর সমবেদনা।

১৪) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, সব ধরনের চরমপন্থা ও এ জাতীয় কর্মকাÐসহ বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফ্রান্স দৃঢ় অবস্থানে। মিত্র দেশগুলোর সঙ্গে এক হয়ে এসব সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে থাকে ফ্রান্স।

১৫)মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইট বার্তায় বলেন, মসজিদে ভয়ঙ্কর হত্যাকাÐের পর নিউজিল্যান্ডের জনগণের প্রতি আমার উষ্ণ সমবেদনা এবং শুভ কামনা। ৪৯ জন নিরীহ মানুষ এমন কাÐজ্ঞানহীন (ঘটনায়) মারা গেলেন, আরো অনেকে গুরুতর আহত হলেন। নিউজিল্যান্ডের পাশে থেকে যুক্তরাষ্ট্র তার সাধ্যের মধ্যে সম্ভব করবে। স্রষ্টা সবার সহায় হোন।

১৬) বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে হামলায় হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি। এক বার্তায় মোদী জানান, এই দুঃসময়ে নিউজিল্যান্ডের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে ভারত। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেনো মারসুদি নিন্দা জানিয়ে বলেন, বিশেষ করে প্রার্থনার স্থান, যেখানে জুমার নামাজ চলছিল সেখানে হামলার কঠোর নিন্দা জানাচ্ছি।

১৭) ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা বলেন, নিউজিল্যান্ডে আমাদের ভাই-বোনদের শোকে ফিজির জনগণের হৃদয় ভেঙে যাচ্ছে। ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় হতাহতদের মধ্যে ফিজির একাধিক নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
১৮) হামলাটির নিন্দা জানিয়ে বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরেক দেশ মালয়েশিয়ার ক্ষমতাসীন সরকার জোটের নেতৃত্বাধীন দলের নেতা আনোয়ার ইব্রাহিম। হামলাটিকে মানবতাবিরোধী উল্লেখ করে তিনি বলেন, হামলার ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

১৯) সন্ত্রাসী হামলার ঘটনায় সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এক টুইট বার্তায় তিনি লেখেন, নিউজিল্যান্ডের সব মানুষের জন্য মিশেল (স্ত্রী) ও আমি সমবেদনা জানাচ্ছি। বর্বরোচিত ওই হামলায় দুঃখ প্রকাশ করছি এবং মুসলিম সমপ্রদায়ের পাশে রয়েছি। সন্ত্রাসী হামলা তা যেভাবেই হোক, তার বিরুদ্ধে আমাদের ঘৃণা।

২০) হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন রাজনীতিবিদ হিলারি ক্লিনটন। দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, নিউজিল্যান্ড এবং বৈশিক মুসলিম সমপ্রদায়ের কষ্টে আমার হৃদয় ভেঙেছে। আমাদের অবশ্যই উচিত বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে চিরস্থায়ী এবং ধারাবাহিক লড়াই চালিয়ে যাওয়া।

২১) ক্রাইস্টচার্চে নৃশংস হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গতকাল এক বিবৃতিতে তিনি নিহত ও আহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, পরম করুণাময়ের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি, ঘটনাস্থলের নিকটে থাকা জাতীয় ক্রিকেট দলের সদস্যরা নিরাপদে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়