শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ০৬:৫১ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপার শপের ফাঁদে পড়ে অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে মানুষ

ফাতেমা ইসলাম : ২. সময়ের সাথে বদলে যাচ্ছে মানুষ, বদলে যাচ্ছে বাজার করার ধরন। কাঁচা বাজার ছেড়ে মানুষ ঢুকে পড়ছে সুপার শপে, একই সাথে তারা অজান্তেই ঢুকে পড়ছে সুপার শপের পাতানো ফাঁদে। যমুনা টিভি

৩. ভোক্তারা জানায়, সবকিছু একই ছাদের নিচে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়না, ধলোবালির ঝামেলা নেই, এসির মধ্যে বাজার করা যায় বলে অনেকে আসেন এই সুপার শপে। এছাড়াও পণ্যের মান ও সঠিক ওজনের লক্ষে এখানে ছুটে আসেন ভোক্তারা। তবে মীনা বাজারের এক ভোক্তার অভিযোগ, তাকে ওজনে কম দিয়ে তার থেকে টাকা বেশি নেয়া হয়েছে।

৪. ভোক্তা সংরক্ষণ কমিটির সভাপতি গোলাম রহমান বলেন, অনেক সুপার শপ আছে যেখানে তারা গুনগত মানসম্পন্ন পণ্য রাখে না। পচা বাসি পণ্য রাখে। তারই কথার সত্যতা পাওয়া গেল খোলা মাছ বাজারে। ভোক্তারা বলেছে তুলনামূলক ভাবে সুপার শপ গুলো ভালো মাছ রাখেনা এবং দীর্ঘদিন ফ্রীজআপ করে রাখার কারণে দেখা যায় ওই মাছের স্বাদও যথাযথ নেই খাওয়াও যায় না। আর খোলা বাজারের অনেক মাছ দেখলে মনে হয় এখুনি পুকুর থেকে তোলা।

৫. দীর্ঘদিন ফ্রীজআপ করার কারণে খাবারের শুধু গুনগত মানই নষ্ট হয় না বাড়ায় শারিরীক দুর্বলতা ও বিভিন্ন রোগ। ডায়রিয়া ছাড়াও পেটের নানা ধরনের রোগ ছড়ায় এই সুপারশপের খাবার থেকে।

৬. সর্বপ্রথম নিউইয়র্কের ব্যবসায়ী উইয়াম বীন এসট্রো ১৯১৫ সালে নিউইয়র্কের ম্যানহাটনে প্রতিষ্ঠা করেন ‘দ্যা এসট্রো মার্কেট’। এর শুরু মাছ, মাংস আর ফল দিয়ে। পরবর্তীতে যুগের সাথে তাল মিলিয়ে ২০০১ সালে বাংলাদেশে শুরু হয় এই সুপার শপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়