শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ০৩:৫৯ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে মার্কিন সৈন্যদের যুদ্ধাপরাধ তদন্ত করতে দেবে না যুক্তরাষ্ট্র

আব্দুর রাজ্জাক : আফগানিস্তানে মার্কিন আগ্রাসনে তালেবান সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রায় ১৮ বছর ধরে সেখানে যুদ্ধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ২০০১ সাল থেকে এ পর্যন্ত মার্কিন সৈন্যদের দ্বারা আফগানিস্তানে সংগঠিত যুদ্ধাপরাধ তদন্ত করতে চায় জাতিসংঘ। কিন্তু বিশ্ব সংস্থাটির অনুসন্ধানী দলকে দেশটিতে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আল-জাজিরা, ইয়াহু নিউজ

আফগানিস্তানে মার্কিন সৈন্যদের যুদ্ধাপরাধ তদন্ত করার আগ্রহ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)। কিন্তু আইসিসির সদস্যদের আফগানিস্তানে প্রবেশে ভিসা বা অনুমতি দেয়া হবে না বলে পম্পেও শুক্রবার জানিয়েছেন।

পম্পেও বলেন, ‘আইসিসি মার্কিন আইনের শাসনকে অবজ্ঞা করছে। আফগানিস্তানে মার্কিন সৈন্যদের যুদ্ধাপরাধ তদন্তে যে কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত হবেন তাদের ভিসা আটকে দেয়া হবে। আমরা নিজেদের ও মিত্রদেশের সৈন্যদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সৈন্যদের জাতিকে রক্ষায় গৃহিত পদক্ষেপের জন্য অন্যায় বিচারের মুখে পড়ার ভীতির মধ্যে রাখতে পারি না।’

যুক্তরাষ্ট্র শুধু মার্কিন সৈন্যদের রক্ষায় ভিসা নিষেধাজ্ঞার নীতি অনুসরণ করবে না বরং ইসরায়েলসহ অন্যান্য মিত্র দেশের সৈন্যদের রক্ষায়ও একই ব্যবস্থা নেবে। এতেও যদি আইসিসির কর্মকর্তারা ক্ষান্ত না হন তাহলে সংস্থাটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে শুক্রবারের সংবাদ সম্মেলনে পম্পেও হুঁশিয়ারি দিয়েয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়