শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ১১:২৪ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার সকালে ক্রাইস্টচার্চে যাচ্ছেন বাংলাদেশি দুই কূটনীতিক

ডেস্ক রিপোর্ট : নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকায় মসজিদে শুক্রবার (১৫ মার্চ) সকালে সন্ত্রাসী হামলায় নিহত ৪৯ জনের মধ্যে তিন জন বাংলাদেশি। নিহত ও আহতদের খোঁজখবর নিতে শনিবার (১৬ মার্চ) সকালে ক্রাইস্টচার্চে যাচ্ছেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তারেক আহমেদ ও নিউ জিল্যান্ডের অকল্যাণ্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান। তিনি নিউজজিল্যান্ডেরও দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত। বাংলা ট্রিবিউন

মো. সুফিউর রহমান বলেন, ‘শেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্ট ও ক্রাইস্টচার্চের মসজিদে গুলিবর্ষণে ৪৯ জন নিহত হওয়ার ঘটনায় তাদেরকে (বাংলাদেশি দুই কূটনীতিক) সেখানে পাঠানো হচ্ছে।’

প্রসঙ্গত, ক্রাইস্টচার্চের ওই দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালায় ব্রেন্টন ট্যারান্ট নামের এক বন্দুকধারী। সে অস্ট্রেলিয়ার অধিবাসী।

শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদে ওই হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। নিহত তিন বাংলাদেশির মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একজন হলেন সিলেটের হুসনে আরা পারভীন ও অন্যজন কুড়িগ্রামের ড. আবদুস সামাদ। নিউ জিল্যান্ডে সফররত বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা আল নুর মসজিদে জুমার নামাজ আদায়ের কথা ছিল। তারা সেখানে পৌঁছার কিছুক্ষণ আগেই ওই হামলা হয়। তবে, বাংলাদেশের ক্রিকেটাররা সবাই নিরাপদে রয়েছেন। তারা সবাই শনিবার রাতে ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়